মোঃ রিপন হাওলাদার
দলিল আছে জমি নেই ভূমিদস্যুদের গ্রাস কবলে ক্রয়কৃত নিজ সম্পত্তির দখল হারা শাহাবুদ্দিন।
রাজধানীর বাড্ডায় দলিল মূলে ভূমি মালিক শাহাবুদ্দিনের ক্রয় করা জমি দখলবাজ চক্রের কবলে পড়ে তা হারাতে বসেছে বলে অভিযোগ করেছেন তিনি।
অভিযোগ সূত্র বলছে বাড্ডা রূপনগর এলাকার একটি
ভূমিদখলবাজ চক্র নানা রকম অপশক্তি ব্যবহার করে অন্যের জমি দখল করতে বেপরোয়া হয়ে উঠেছে।
এমন অভিযোগের সত্যতা নিশ্চিত হতে পূর্ব বাড্ডা রূপনগর এলাকায় বাড্ডা মৌজার সি এস ও এস এ দাগ নং ১৯০২ আর এস দাগ নং ৬৭৩০ মহানগর জরিপের ৮৮৯১ নং দাগে গিয়ে দেখা যায় ভুক্তভোগীর সম্পত্তির উপর বিশাল আকৃতির একটি টিনসেড স্থাপনা রয়েছে। স্থানীয়দের কাছে জিজ্ঞেস করলে কয়েক জন বলেন,এই স্থাপনা প্রধান ডেইরী ফার্মের।
তারা এখানে গরুর ফার্ম ও প্রিন্টিং এর কাজ করছে । ফার্মের জায়গাটির বিষয়ে জানার চেষ্টা করলে তারা জানান জায়গা শুনেছি দুইজনের তবে যারা ফার্ম করেছে তারা বলছে পুরো জায়গা তাদের এ নিয়ে শাহাবুদ্দিন নামে একজনের সাথে তাদের জমি জমা সংক্রান্ত বিরোধ চলছে।
ভুক্তভোগী দখলহারা জমি মালিক মোঃ শাহাবুদ্দিন আহমেদ বেপারী বলেন, জমিটি আমার কষ্টে অর্জিত অর্থে ২০১০ সালে ক্রয় করি।পুরো জমিটা একসময় কৃষি জমি ছিলো তখন আমি পুরোটাই চাষাবাদ করতাম।
জমির মূল মালিকের কাছ থেকে অন্য একজন ব্যক্তি কিছু জায়গা খরিদ করে।আমি তার কাছ থেকে ৬ শতক জায়গা ক্রয় করি। আমার ভূমির চতুর দিকে পিলার স্থাপন করা ছিলো।তারা সন্ত্রাসী দিয়ে আমার জায়গা দখল করে নেয়। গত ১৪ বছর ধরে অবৈধ ভাবে আমার জমি দখল করে আছে আনোয়ারা বেগম এর ভূমিদস্যু ছেলে আলাউদ্দিন, মনির, কামাল ও ফরিদ উদ্দিন গং।
আমি (ডিএনসিসি)’র ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলরকে লিখিত ভাবে জানিয়েছি তারা সেখানে বসেনি।
স্থানীয় থানায় জানিয়েছি তাঁতেও কোন প্রতিকার মেলেনি।তারা মূলত প্রভাবশালী সন্ত্রাস । সন্ত্রাসী লোকজন লালন পালন করে।একটি বাহানা দিয়ে আমার জায়গা দখল করে আছে । তা হলো জমির দুই দিক দিয়ে চলাচলের রাস্তা রয়েছে।
যদি রাস্তার জন্য জায়গা ছাড়তে হয় তাহলে নিয়ম অনুযায়ী সবাই ছাড়বে।যারা আমার জায়গা জবর দখল করে আছে তারাও অপর একজনের কাছ থেকে জমি ক্রয় করে।আমার জমির উত্তর ও দক্ষিণ দিকে তাদের মুল জমি আমার প্লটটি পড়েছে তাদের মাঝখানে। আপনারা আমার মালিকানা কাগজ পত্র যাচাই বাছাই করে দেখেন।
কাগজপত্র অনুযায়ী যদি আমি পাই তাহলে আমি নিবো।আর তাদের কাগজপত্র দেখেন তারা যদি এই অংশের বৈধ মালিক হয় তাঁরা নিবে।আমার কাগজ পত্র আছে বলেই আমি দখলবাজদের কাছ থেকে জমি উদ্ধারের সকল চেষ্টা চালিয়ে যাচ্ছি।তারা অপশক্তি না দিয়ে কাগজ পত্রের মাধ্যমে বৈধভাবে জমি নিয়ে যাক আমার কোন আপত্তি নেই।তাঁরা এই সম্পত্তির একটি বৈধ কাগজ পত্র দেখাতে পারবে না।
ওরা সন্ত্রাস প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তাদের ভয়ে জায়গায় যেতে পারি না। মামলা তুলে নিতে ভয়ভীতি দেখায় যদি না তুলি তাহলে পরিবারসহ মেরে ফেলবে বলে লোকমুখে শুনছি।ওরা স্থানীয় বিচার ব্যবস্থা তোয়াক্কা করে না।এরা এমনিতেই ভূমিদস্যু বিভিন্ন অপশক্তি ব্যবহার করে আমার জায়গা ভোগ করার চেষ্টা করছে।
আমি ভূমি দখলবাজদের কাছ থেকে আমার জমি উদ্ধারে নতুন ভূমি আইন দলিল যার জমি তার পতিকার আইনে মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসন এর কাছে সুষ্ঠ বিচার চাই।
জায়গা দখলের বিষয়ে প্রধান ডেইরী ফার্মের তত্ত্বাবধানে থাকা ফরিদ উদ্দিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমরা কারো জায়গা দখল করিনি।
তারা একটি চক্র এই বিষয় নিয়ে একটি মামলা চলমান রয়েছে। মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কিছু বলতে পারবোনা।
সরে/আর/এইচ