শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

বাড্ডায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার দেশীয় অস্ত্র উদ্ধার

Logo
ডেস্ক রিপোর্ট মঙ্গলবার, ১২ ২০২৪, ৯:২১ অপরাহ্ণ

দেলোয়ার হোসেন

রাজধানীর বাড্ডা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ আব্দুল্লাহ আল মামুন ওরফে মলম মামুন (৩৫), মোঃ মোজাম্মেল হক (৩৫) ও মোঃ সাজু মিয়া ওরফে সিজার সাজু (২১)।

অাজ(১১ নভেম্বর২০২৪) রোজ সোমবার পশ্চিম মেরুল বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে দুটি চাপাতি ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

বাড্ডা থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় লোক পশ্চিম মেরুল বাড্ডা পাবলিক টয়লেটের উত্তর পাশে খালি জায়গায় দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আব্দুল্লাহ আল মামুন, মোজাম্মেল হক ও সাজু মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সহযোগী ২/৩ জন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা উক্ত স্থানে দেশীয় অস্ত্রসহ সমবেত হয়ে বাড্ডা এলাকার বিভিন্ন স্থানে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা বাড্ডা এলাকার পথচারীদের নিকট থেকে বিভিন্ন মূল্যবান জিনিস ছিনতাই করতো এবং বাসা-বাড়ি ও বিভিন্ন অফিসের মূল্যবান জিনিসপত্রসহ বিল্ডিং নির্মাণ সামগ্রী ডাকাতি করতো।

ADVERTISEMENT

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ডাকাত চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এইচ এম আমজাদ হোসেন মোল্লা   বৃহস্পতিবার সন্ধ্যায় ৫ঃ৩০ ঘটিকায় গ্র্যান্ড, হোটেল ইন্টার কন্টিনেন্টাল ঢাকায় বিকেএমইএর বিশেষ বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত …

মোজাহের ইসমাইল নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কোদালের ডান্ডা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। …

সাজেদুল হক প্রান্ত , রিপোর্টার: নরসিংদীর শিবপুরে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার হুমকির মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জাতীয় দৈনিক …

পার্বত্য বান্দরবানের লামায় উপজাতি বাঙালি সংঘবদ্ধ দুষ্কৃতিকারী একটি চক্র বেপরোয়া হয়ে উঠেছে। এরা লাগামহীনভাবে মানুষের সম্পদ লুট করে চলছে। অক্টোবর-২৪ লামা উপজেলা …