মোঃ রিপন হাওলাদার
রাজধানীর বাড্ডায় গ্যাস বিস্ফোরণ হয়ে একজন হোটেল কর্মচারীর মৃত্যু ও এক নারী গুরুতর আহত হয়েছে।
৩০ মে বৃহস্পতিবার সকাল- ০৬:৪৫ ঘটিকায় বাড্ডা থানাধীন রোড নম্বর ৪ বাড়ি নং ২২ ডি আই টি প্রজেক্ট মেরুল বাড্ডার তিন তলা একটি ভবনে আচমকা গ্যাস বিস্ফোরণ এ ঘটনা ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোঃ খোকন মিয়ার বাড়িতে বিকট বিস্ফোরণ ঘটলে বিপরীত পার্শ্বে থাকা বাড্ডা কাবাব রেস্তোরাঁর হোটেল কর্মচারী মোঃ সোলায়মান (৩০) পিতা মৃত মনসুর আলী গ্রাম-পলাশ তলী থানা ফুলবাড়িয়া জেলা ময়মনসিংহ’র ঘটনাস্থলেই মৃত্যু হয়।
অপর দিকে ঘটনাস্থলের নিজ তলার ভাড়াটিয়া শান্তা (২৭) গুরুতর আহত হলে স্থানীয় লোকজন এবং স্বামীর সহযোগিতায় তাকে শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণ করা হয়।
ঘটনায় নিহত সোলায়মান এর লাশ বাড্ডা থানা পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। আহত শান্তার অবস্থা খুবই আশঙ্কা জনক বলে জানা গিয়েছে।
লাইনের গ্যাস লিকেজ থেকে এ দূর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।
প্রতিবেদনটি প্রকাশ পর্যন্ত ঘটনা সংক্রান্ত কোন ধরনের মামলা হয়েছে কি না তা জানা যায়নি।