মোঃ রিপন হাওলাদার
রাজধানীর বাড্ডা থানাধীন এলাকার অত্যন্ত জনবহুল পোস্ট অফিস গলির প্রধান সড়কটিসহ অন্যান্য সড়কগুলো বর্ষা মৌসুম আসলেই চরম দুর্ভোগে পড়েন বাসিন্দারা। বিশেষ করে(পোস্ট অফিস গলি)এক দিন বৃষ্টি হলে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয় সড়কটিতে বিকল হয়ে পড়ে সকল যানচলাচল।চরম ঝুঁকি নিয়ে খানাখন্দে ভরা জলাবদ্ধ সড়ক দিয়ে পায়ে হেঁটে চলাচল করতে হয় বাসিন্দাদের।পায়ে চালিত বা মোটর চালিত অটোরিকশায় চলাচল করতে গিয়ে ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
সড়কটি দিয়ে চলাচলকারীদের মধ্যে বৃদ্ধ নারী পুরুষ শিশু সহ সকল শ্রেণীর মানুষের যাতায়াত।
সরেজমিন পরিদর্শন করে কয়েক জন বাসিন্দাদের সাথে এ বিষয়ে আলাপ করলে তারা বলেন,বর্ষা মৌসুম আসলে আমরা চরম দুর্ভোগে পড়ি।তার কারণ হচ্ছে অল্প মাত্রার বৃষ্টি হলেই পুরো সড়কটি বৃষ্টির পানিতে তলিয়ে যায়।
এতে নানাবিধ ভোগান্তিতে পড়তে হয় আমাদের।অপর একজন বলছেন আমরা শ্রমজীবী লোক জীবিকার তাগিদে সবসময় এভাবে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। আর এই জায়গাটা দিয়ে খুবই ঝুঁকি নিয়ে হাঁটতে হয় তার কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে অনেক ভারি যানবাহন চলাচল করায় ম্যান হলের ঢাকনা গুলো সবসময় ভাঙ্গা থাকে তাই পানির নিচে কোথায় গর্ত বা ম্যানহল আছে বুঝার উপায় নেই।
সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে পয়ঃনিষ্কাশনের তেমন ব্যবস্থা না থাকায় শোয়ারেজ লাইন দিয়ে পানি সহজে বের হতে না পারায় দীর্ঘ সময় এখানে জলাবদ্ধতা থাকে।আপনি নিজেই দেখুন আশেপাশের বাড়ী গুলোর কি অবস্থা।
অধিকাংশ বাড়ির নিচ তলা পর্যন্ত তলিয়ে গেছে। অনেক সময় এসব নোংরা পানি বাড়ির রির্জাভ টাংকিতে ঢুকে ব্যবহৃত বিশুদ্ধ পানি দূষিত করে দিচ্ছে।
রাস্তায় দূষিত পানি দিয়ে হাঁটছি নানা রকম পানিবাহিত রোগের ঝুঁকি নিয়ে অপরদিকে বাসায় ব্যবহার করতে হচ্ছে অনিরাপদ পানি দূর্ভোগের যেন শেষ নেই।
বাড্ডার অন্যান্য দূর্ভোগ কবলিত রাস্তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: আদর্শ নগর মসজিদের একটু সামনে থেকে অত্যন্ত ঝড়াঝিড়র্ণ সড়ক এর বামে আলাতুন্নেছা স্কুলের দ্বিতীয় ভবন ঘেঁষে ভিতরের বিস্তৃণ এলাকার সরু সড়কগুলো,এর ডানে ইউসুফ স্কুলের আশেপাশের ব্যবহৃত সড়কগুলো। আনন্দ নগর ঝিলপাড়ের আংশিক রাস্তার অবস্থা বর্ষা মৌসুমে খুবই নাজুক হয়ে জনচলাচলে অন উপযোগী হয়ে পড়ে।
বাসিন্দারা আরো বলছেন এলাকার ঝড়াঝিড়র্ণ খানাখন্দে ভরা সড়কগুলো দ্রুত সংস্কার মেরামত ও শোয়ারেজ লাইনের পয়ঃনিষ্কাশনে যাদের গুরু দায়িত্ব রয়েছে তাঁরা সঠিক ভাবে দায়িত্বপালন করলে এমন দীর্ঘ সময়ের
জনদুর্ভোগ লাগব করা সম্ভব ।
স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের জনসাধারণের দুঃসময়ে এগিয়ে আসতে বিশেষ আহ্বান জানিয়েছেন বাসিন্দারা।