
মোঃ রিপন হাওলাদার
রাজধানীর মধ্য বাড্ডায় মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। শনিবার (২৭ মে ২৩ ইং)তারিখ বিকালে আয়োজিত সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ ও নগর নেতৃবৃন্দসহ বিভিন্ন থানা ওয়ার্ড থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মিছিল নিয়ে সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়।এসময় বাড্ডা থানা ২১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন ও ত্যাগী পরিছন্ন কর্মী বান্ধব নেতা সাধারণ সম্পাদক মোঃ মহারাজ ভূঁইয়ার নেতৃত্বে কয়েক শত লোকজনের একটি বিশাল মিছিল সমাবেশে যোগ দেয়। বিকাল সাড়ে তিনটায় প্রধান অতিথি হিসেবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসে উপস্থিত হয়ে তিনি তার বক্তব্য রাখেন।এর আগে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক,ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এ.কে.এম রহমত উল্লাহ।এছাড়াও উত্তর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে বক্তারা অবিলম্বে রাজশাহী জেলা বিএনপি’র নেতা চাঁন এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।পরে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক দিয়ে প্রতিবাদী স্লোগানের মাধ্যমে প্রগতি স্বরণী কুড়িল বিশ্বরোড মুখী রওনা হয়।