বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাঘায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে, ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Logo
Desk Report 2 শনিবার, ০৪ ২০২৫, ৮:১৩ অপরাহ্ণ

মোঃ রাকিবুল ইসলাম

রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় “নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ”-কে খুনি আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৪টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় থেকে বাঘা শাহদৌলা সরকারি কলেজ, বাঘা পৌরসভা ও বাঘা উপজেলা ছাত্রদলের একাংশের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক উপজেলা যুবদলের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, গণতন্ত্র হরণকারী শেখ হাসিনা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে একাধিক খুনের দায় মাথায় নিয়ে দেশত্যাগ করেছেন। আমরা অবিলম্বে তাকে দেশে এনে বিচারের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, আজকে খুনি ও সন্ত্রাসী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। আমরা তাদের ধিক্কার জানাই। যারা মানুষ খুন করে, তাদের নিবন্ধন বাতিল করা সঠিক সিদ্ধান্ত ছিল। একই সঙ্গে যুবলীগকে নিষিদ্ধ ঘোষণা করার জন্যও দাবি জানাই। তিনি সবশেষে নিজেদের মধ্যে মতবিভেদ ভুলে ঐক্যের আহ্বান জানান এবং সকল নেতাকর্মীকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পলাশ আহমেদ, বাঘা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক স্বপন সরকার, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, মালয়েশিয়া কর্মরত (মালাক্কা শাখা) যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিলাত, বাঘা শাহদৌলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান রাজশাহী যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলামিন হোসেন, বাঘা পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের নেতা আশিক ইকবাল (হিমেল), যুবদল নেতা তানভির আহমেদ পিয়াস, আমির হোসেন, টনি, জীবন আহমেদ, আরাফাত হোসেন ও অনিকসহ দলীয় নেতৃবৃন্দ।

ADVERTISEMENT

সমাবেশ শেষে উক্ত বিক্ষোভ মিছিলটি বাঘা মডেল উচ্চ বিদ্যালয় থেকে উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার যথাস্থানে এসে শেষ হয়।

অন্যান্য সংবাদ

লামা (বান্দরবান) সংবাদদাতা: বান্দরবান লামা উপজেলার ৫টি ট্রাক্টর মহেশখালীতে পুড়ে দিয়েছে, সেখানকার আধিপত্য বিস্তারকারী দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ৫টি ট্রাক্টর পুড়েছে শুধু তাই নই; …

মোঃ কামরুজ্জামান সিনিয়র রিপোর্টার: লামা উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সুশীল সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের সাথে লামায় বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময় …

দেলোয়ার হোসেন রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- …

মোঃ আব্দুল হান্নান, আদমদিঘী উপজেলা, প্রতিনিধি: স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এব; সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান এর …