সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

বাঘায় আম বাগান থেকে গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ

Logo
Desk Report 2 শনিবার, ২৩ ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ণ

মোঃ রাকিবুল ইসলাম,
রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় একটি আম বাগান থেকে আনিসুর রহমান নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার(২৩ নভেম্বর) সকালে লোকমুখে খবর পেয়ে পুলিশ এই মরদেহ উদ্ধার করেন। নিহত ব্যক্তির হলেন, আনিসুর রহমান(৪০)। তিনি বাড়ি উপজেলার তুলশিপুর গ্রামের শামসুল হকের ছেলে।

স্থানীয় লোকজন জানান, শনিবার সকাল ৬ টার দিকে বাঘা-মনিগ্রাম সড়কের মনিগ্রাম জমসেদ আলীর বাড়ির পেছনে বজলুল করিমের আম বাগানে একটি গলাকাটা লাশ দেখতে পাই ওই এলাকার কতিপয় লোকজন। এরপর তারা বাঘা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন । তবে আনিসুর কেন খুন হয়েছে ? তার রহস্য এখন পর্যন্ত জানা যায়নি।

আনিসুর রহমানের ভাই হাফিজ উদ্দিন জানান ,আমার ভাই একজন নিরিহ সৎ মানুষ। তিনি শুক্রবার সন্ধ্যায় মনিগ্রাম বাজারে ছিল। এরপর রাতে বাড়ি ফিরেনি। আমরা অনেক খুজেও তাকে পাইনি। হতে পারে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে পুর্ব শত্রুতার জের হিসাবে তাকে খুন করা হয়েছে। তবে ঘটনা তদন্তের সার্থে তাৎক্ষনিক তিনি কারো নাম বলতে রাজি হননি।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, লোক মুখে খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। পোস্টমর্টেম রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। তবে তার আগে খুনের রহস্য উদঘাটন এবং আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত থাকবে।

ADVERTISEMENT

রোকন বিশ্বাসঃ   বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সকল নেতাকর্মীরা পাবনা গণপূর্ত অধিদফতর ও আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। এদিকে গণপূর্ত অফিসের নির্বাহী …

এইচ এম আমজাদ হোসেন মোল্লা ১১ নং ওয়ার্ড বিএনপি নেতা তৈমুর আলম রোকনের মাতা মরহুম রোশন আর স্মরণে হাজিগঞ্জ নিজ বাড়িতে মিলাত …

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …