শাহীন খানঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ২নং বাগবাটী ইউনিয়ন পরিষদে খাদ্যবান্ধব কর্মসূচির ( ওএমএস) ১৫ টাকা কেজির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়।
উক্ত চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন এর পর সরেজমিনে পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির নেতাকর্মী, বাগবাটী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউর রহমান খান দুদু, সাধারণ সম্পাদক আব্দুল হাই ইউনিয়ন বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু মুসা তালুকদার (এলএলবি)সহ নেতাকর্মী, ইউনিয়ন যুবদল সভাপতি আল ফারুক, সাধারণ সম্পাদক কামরুল হাসান সহ নেতাকর্মী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহবায়ক আব্দুল হামিদ, সদস্য সচিব হাসান খান নেতাকর্মী, ইউনিয়ন ছাত্রদল সভাপতি তানভীর রানা রাব্বি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সহ নেতাকর্মী, ইউনিয়ন কৃষকদল সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বাচ্চু সহ নেতাকর্মীরা সহ খাদ্য বান্ধব কর্মসূচির উপকারভোগীরা।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ নাজমুল হাসান তালুকদার রানা বলেন, অসহায় দুস্থদের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম এত সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে বিতরনের ব্যবস্থা করায় আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে বাগবাটী ইউনিয়ন বিএনপিকে অশেষ ধন্যবাদ জানাই । বিএনপি সাধারণ মানুষের পাশে সব সময় ছিল এবং সব সময় থাকবে । আসুন আমরা সকলে তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে এক নতুন বাংলাদেশ গড়ে তুলি ।
প্রতিটি কার্ডধারী সদস্যগন মাথাপিছু ৩০ কেজি করে চাল পাচ্ছেন।