মাঈন উদ্দিন সোহেল, চট্টগ্রাম ব্যুরো- চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজের খবর পাওয়াগেছে। তবে পুলিশের ভাষ্যমতে, ওই শিশু শিক্ষার্থী মাদ্রাসার পিছনে থাকা নালায় পড়ে গেছে।
বুধবার (৩০ আগস্ট) দুপুর থেকে ওই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। পরে আলিফের বাবা নিখোঁজের কথা জানালে উদ্ধার অভিযানে নামেপুলিশ।
নিখোঁজ আলিফ বাকলিয়ার আজিজিয়া তাদরিবুল মাদ্রাসার ছাত্র।
বাকলিয়া থানার এসআই মাহাবুব সংবাদমাধ্যমে জানান, ‘দুপুরে আলিফের বাবা থানায় এসে জানান তাঁর ছেলে নিখোঁজ। আমরাআলিফের মাদ্রাসায় এসেছি। এখন পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, ছাদ থেকে পাইপ বেয়েনামার সময় মাদ্রাসার পিছনে থাকা নালায় পড়ে গেছে।’
নিখোঁজ আলিফের বাবার বরাতে তিনি আরও বলেন, ‘এর আগেও একবার আলিফ মাদ্রাসা থেকে পালিয়ে যায়। তখন বিকেলে তাদেরবাড়িতে চলে গিয়েছিল। তবে এবার এখনও তার সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে মাদ্রাসারপেছনে থাকা নালায় খুঁজে দেখছেন।
উল্লেখ্য যে, গত ২৭ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে নগরের উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়ায় নিখোঁজ হয় ইয়াসিন আরাফাত নামে দেড়বছরের এক শিশু। ১৭ ঘণ্টা পর অর্থাৎ পরেরদিন সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের নালা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।