
দৈনিক দেশবাংলা’র উদ্যেগে বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সার্বিক ব্যবস্থাপনায় দু’দিনব্যাপী কয়েকটি সেশনে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার ব্যবস্থ্যাপনা সম্পাদক হাসান আল মামুন প্রশিক্ষনে অংশগ্রহন করে প্রথম স্থান লাভ করেন। দেশের ৬৪টি জেলাসহ ৪০ টি উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন জাতীয় / আঞ্চলিক দৈনিক পত্রিকা, নিবন্ধন অনলাইন এবং বেসরকারি টিভি চ্যানেলের মোট ১৩০ জন সংবাদকর্মী এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন
৯ ও ১০ অক্টোবর সোমবার ও মঙ্গলবার গাজীপুর ভাওয়াল গড়ের হোতাপাড়া শ্যামলী রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে এ প্রশিক্ষণ। সাংবাদিকতার আচরণ বিধি অনুসরণ, পেশাগত সততা,নিষ্টা,নীতি নৈতিকতা প্রতিপালনের অঙ্গিকারে ১৩০ জন সাংবাদিকের একযোগে শপথ বাক্য পাঠের নজিরবিহীন দৃষ্টিন্তের মধ্যে দিয়ে প্রশিক্ষণের ইতি টানা হলো।
তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী.দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান এমপি। প্রধান আলোচক সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান। অনুষ্ঠান সূচি বিরতিহীনভাবে ৯ই অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হয়ে ১০অক্টোবর বিকাল সাড়ে চারটার দিকে সনদ বিতরণ এবং বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সম্মানিত চেয়ারম্যান বিচারপতি জনাব নিজামুল হক নাসিমের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।