শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার কমিটি গঠন

Logo
Desk Report 2 শনিবার, ০২ ২০২৪, ৩:২৭ অপরাহ্ণ

ফারহানা আক্তার,

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ০২নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি প্রেস ক্লাবে এ উপলক্ষ্যে কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোছাঃ জোবেদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম মল্লিক।

আলোচনা সভায় বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম মল্লিক তিনটি কর্মসূচি উপস্থাপন করেন। কর্মসূচি সমূহ হলো আগামী ১ জানুয়ারী খামারিরা সকল প্রকারে মুরগী বাচ্চা বাজার তোলা নিষেধাজ্ঞা জারি করেন। প্রত্যক জেলা উপজেলার কমিটির মাধ্যমে ড়িম ও মুরগী আড়ৎ তৈরি করবে, যাতে ক্রেতারা নায্য মূল্যে কিনতে পারে এবং প্রত্যেক জেলা-উপজেলায় মুরগীর বাচ্চা এবং খাদ্য বিতরণ করার উদ্যোগ হাতে নেয়া হবে,প্রত্যেক জেলায় ও উপজেলায় খামারিদের জন্য একটি করে ডিলার স্থাপন করা হবে। পরিশেষে তিনি বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা এসোসিয়েশনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এর আগে জেলার বিভিন্ন উপজেলার পোল্ট্রি খামারিরা তাদের বর্তমান প্রেক্ষাপটের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জজ কোর্ট’র এ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ আল মামুন,বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মান্নান ভূইয়া,বীর মুক্তিযোদ্ধ্ মো. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা এসোসিয়েশনের সদস্য সাখাওয়াত হোসেনসহ আরও অনেকে।

ADVERTISEMENT

এইচ এম আমজাদ হোসেন মোল্লা   বৃহস্পতিবার সন্ধ্যায় ৫ঃ৩০ ঘটিকায় গ্র্যান্ড, হোটেল ইন্টার কন্টিনেন্টাল ঢাকায় বিকেএমইএর বিশেষ বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত …

মোজাহের ইসমাইল নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কোদালের ডান্ডা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। …

সাজেদুল হক প্রান্ত , রিপোর্টার: নরসিংদীর শিবপুরে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার হুমকির মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জাতীয় দৈনিক …

পার্বত্য বান্দরবানের লামায় উপজাতি বাঙালি সংঘবদ্ধ দুষ্কৃতিকারী একটি চক্র বেপরোয়া হয়ে উঠেছে। এরা লাগামহীনভাবে মানুষের সম্পদ লুট করে চলছে। অক্টোবর-২৪ লামা উপজেলা …