বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি রেজিঃ নং- ১৪৭৬ চট্টগ্রাম এর সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনিয়ে একগুচ্ছ অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন

Logo
ডেস্ক রিপোর্ট বুধবার, ০৪ ২০২৪, ৮:২৭ অপরাহ্ণ

ভুয়া মেজর পরিচয় হস্তক্ষেপের কারণে সৃষ্টি হওয়া জটিলতা সম্পর্কে সংশ্লিষ্ঠ সকল মহলের দৃষ্টি আকর্ষণ

চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি রেজিঃ নং- ১৪৭৬ চট্টগ্রাম এর সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনিয়ে একগুচ্ছ অভিযোগ নিয়ে ০৪ ডিসেম্বর বুধবার বিকাল তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাব এসে, রহমান হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

যথারীতি সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সংগঠনের গঠনতন্ত্রের ধারা উপধারা অনুসরন এবং ঘোষিত তফসীল মোতাবেক ৩০ নভেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা নাগাদ বিরতিহীন ভাবে ভোট গ্রহন সমাপনান্তে রাত ৩ টা ৩০ মিনিটের মধ্যে ভোট গননা শেষ করা হয়। উল্লেখ্য যে, উক্ত কার্যক্রম সারাক্ষন সি সি ক্যামেরায় রেকর্ড করা হয় এবং শ্রম দপ্তরের প্রতিনিধি, পুলিশ প্রশাসন ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্বরত কর্মকর্তাগনের সার্বক্ষনিক প্রত্যক্ষ নজরদারীর মাধ্যমেই যাবতীয় কর্মকান্ড শেষ করা হয়। ফলাফল ঘোষনার প্রাক্কালে জনৈক প্রার্থীর নেতৃত্বে কিছু বহিরাগত ব্যক্তি বিশেষ সহকারে নির্বাচন কমিশনকে ফলাফল ঘোষনা স্থগিত রাখার জন্য বাধ্য করেন। অনন্যেপায় হয়ে নির্বাচন কমিশন এবং উপস্থিত কর্মকর্তাগনের ঐক্যমতের ভিত্তিতে সমূদয় ব্যালট বাক্স ও অন্যান্য সরঞ্জামাদি সীল গালা করতঃ পুলিশ প্রশাসনের জিম্মায় রেখে দেওয়া হয়। পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয় বরাবরে সমস্যাটির আইনানুগ সমাধানের ব্যবস্থা গ্রহনের আবেদন জানানো হয়। প্রসংগত উল্লেখ্য যে, সভাপতি পদ প্রার্থী এস এম আবু মনসুর তাৎক্ষনীক নির্বাচন কমিশনকে ভোট পূনঃ গননার জন্য আবেদন করেন। বলাবাহুল্য তখন উনার আবেদনের প্রেক্ষিতে অনুরুপ ব্যবস্থা গ্রহনের সময় এবং অনূকূল পরিবেশ কোনটাই বিদ্যমান ছিল না। ইতিমধ্যে সৃষ্ট জটিলতা নিরসন কল্পে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনের অনুরোধক্রমে বিভাগীয় শ্রম দপ্তর চট্টগ্রাম এর পরিচালক মহোদয়ের নিকট মাননীয় জেলা প্রশাসক, চট্টগ্রাম এর দপ্তর থেকে চিঠি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত এসব লিখিত অভিযোগ তুলে ধরেন
তারা আরো বলেন
আমরা ইহা নিশ্চয়তা বিধান পূর্বক দৃঢ়তার সহিত ঘোষনা দিতে পারি যে, আমাদের সমিতি একটি সম্পূর্ন অরাজনৈতিক ব্যবসায়ীক সংগঠন এবং প্রতিষ্ঠালগ্ন থেকে এ যাবৎকাল আমাদের সংগঠনের নেতৃত্বে যে সমস্ত ব্যক্তিগন ছিলেন, তাঁহারা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ ধারন করা সত্ত্বেও সমিতিকে কোন সময় সে উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি।

অত্যন্ত দূর্ভাগ্যজনক বাস্তবতা হলো, নির্বাচনে সভাপতি পদের প্রার্থী জনাব, এস এম আবু মনসুর ইদানিং নিজেকে একটি রাজনৈতিক দলের স্বঘোষিত বড় নেতা পরিচয় দিয়ে নানা ভাবে স্বার্থসিদ্দির অপ- প্রয়াস চালাচ্ছেন। ইহাতে সমিতির শান্তি প্রিয় সদস্যগন ভীত সন্ত্রস্ত, তাছাড়া যে রাজনৈতিক দলের বরাত দিয়ে তিনি হুমকী দমকী দিচ্ছেন তাহা সেই দলের আদর্শ এবং বর্তমান নির্দেশনার সাথে সামঞ্জস্য পূর্ন নহে। আমাদের সমিতির অনেক সম্মানিত সদস্য আলোচ্য রাজিৈতক দলের সামনের সারির স্বক্রিয় সদস্য। এস এম আবু মনসুরের উক্ত আচরনে উনারা সংক্ষুদ্ধ। আমাদের সহযোগী ব্যবসায়ী হিসাবে আমরা উক্ত ব্যক্তি (এস এম আবু মনসুর) কে প্রায় দুই যুগ ধরে চিনি এবং জানি কিন্তু তিনি যে রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে প্রভাব বিদ্ধারের অপচেষ্ঠা চালাচ্ছেন সে দলের কোন কর্মকান্ডে উনাকে দেখা যায় নাই।
এ সময় উপস্থিত ছিলেন

মো: সাহাব উদ্দিন
মো: জহিরুল হক দুলাল
ধীরেন্দ্র দাশ গুপ্ত (ধনুবাবু)
আবদুল হাই
কিছমতুল হাকিম আরজু
মো: মাসুদ মাহমুদ
আসাদুজ্জামান মজুমদার
খোরশেদ আলম
আমিনুল হক
গোলাম মোস্তফা সাফায়াত জামান খান
সৈয়দ আসফাক হোসেন (কাউসার)
আবুল বসার (বাহার)
জনি কুমার ভূঞা মো: হারুন
সুজাব উদ্দিন খান লিটন
স্বতন্ত্র প্রার্থী, এম জি সরোয়ার
সহ প্রমূখ

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

লামা (বান্দরবান) সংবাদদাতা: বান্দরবান লামা উপজেলার ৫টি ট্রাক্টর মহেশখালীতে পুড়ে দিয়েছে, সেখানকার আধিপত্য বিস্তারকারী দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ৫টি ট্রাক্টর পুড়েছে শুধু তাই নই; …

মোঃ কামরুজ্জামান সিনিয়র রিপোর্টার: লামা উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সুশীল সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের সাথে লামায় বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময় …

দেলোয়ার হোসেন রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- …

মোঃ আব্দুল হান্নান, আদমদিঘী উপজেলা, প্রতিনিধি: স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এব; সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান এর …