
মোঃ ওমর ফারুক খান জুবায়ের, জেলা প্রতিনিধি (সিরাজগঞ্জ) || বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতির উদ্যোগে এবং কিশোরগঞ্জ জেলা ইট ভাটা মালিক সমিতির সার্বিক সহযোগিতায় মিঠামইন উপজেলার হোসাইনপুর-কামালপুরসহ বিভিন্ন হাওর এলাকায় সম্পন্ন হয় এই ভ্রমণ অনুষ্ঠান | এই হাওর ভ্রমণ অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ | কেন্দ্রীয় সভাপতি জনাব মোঃ খলিলুর রহমান এর নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ আসাদুজ্জামান রাকিব এর তত্ত্বাবধানে এই হাওর ভ্রমণ অনুষ্ঠান সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হয় | ঢাকা, সিরাজগঞ্জ, যশোর, রাজশাহী, রংপুর ও কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে ২৮ জন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন | কেন্দ্রীয় সভাপতির আহ্বানে মিঠামইন উপজেলার হোসাইনপুর গ্রামে বেসরকারী উদ্যোগে গড়ে উঠা দৃষ্টি নন্দন বিলাস বহুল প্রেসিডেন্ট রিসোর্টে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ মিটিং সম্পন্ন হয় এবং মিটিং পরবর্তী রাতের বুফে ডিনার শেষে একই রিসোর্টে রাত্রি যাপন করেন সবাই । ১৭ এবং ১৮ আগষ্ট ২০২৩ দুই দিনব্যাপী এই সফরের শেষ দিন শুক্রবারে সাবেক রাষ্ট্রপতি জনাব মো: আব্দুল হামিদের বাড়ীতে পবিত্র জুমার নামাজ আদায় করেন দেশের অন্যতম বৃহৎ এই ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।