রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আল-আজহারের ফুল ফ্রি স্কলারশিপ, ড. ইউনুসকে ভাষণের আমন্ত্রণ

Logo
Desk Report 2 বৃহস্পতিবার, ১৪ ২০২৪, ১০:৫৬ অপরাহ্ণ

নিউজ ডেস্কঃ

মঙ্গলবার আল-আজহারের গ্র্যান্ড ইমাম আহমেদ আলতাইয়েব আশাবাদ ব্যক্ত করেছেন যে্‌ ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নতির পথে এগিয়ে যাবে। এ উপলক্ষে ড. ইউনুসকে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তব্য প্রদানের আমন্ত্রণ জানানো হয়েছে, যা বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে।

ড. ইউনুস ও গ্র্যান্ড ইমামের এই বৈঠক অনুষ্ঠিত হয় আজারবাইজানের বাকু শহরের রিটজ কার্লটন হোটেলে। আলোচনাকালে গ্র্যান্ড ইমাম বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ ফ্রী স্কলারশিপের ঘোষণা দেন, যা তাদের উচ্চশিক্ষা লাভের পথে একটি বড় সুবিধা এনে দেবে। এই স্কলারশিপের মাধ্যমে আল-আজহারে বাংলাদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাবে এবং দ্বিপাক্ষিক শিক্ষা বিনিময় আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে ড. ইউনুস আমন্ত্রণের জন্য তাকে ধন্যবাদ জানান এবং পাল্টা আমন্ত্রণ জানিয়ে বলেন, গ্র্যান্ড ইমাম যেন বাংলাদেশ সফর করেন এবং ছাত্রদের নেতৃত্বে সাম্প্রতিক গণআন্দোলনের পর দেশে যে পরিবর্তন এসেছে, তা সরাসরি দেখেন।

উল্লেখ্য, ড. ইউনুস দেশের চলমান গণআন্দোলন, অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগ, এবং বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে গ্র্যান্ড ইমামের সাথে আলোচনা করেন।

ADVERTISEMENT

আনিসুর রহমান পলাশ, স্টাফ রিপোর্টারঃ সোহাগ শ্রোতাদের জন্য সুখবর! দীর্ঘদিন অপেক্ষার পর সোহাগ শ্রোতাদের জন্য আগামী ১০ই ডিসেম্বর বিকাল তিন টায় ভয়েজ …

মোজাহের ইসমাইল নাঈম. ব্যুরো চীফ নোয়াখালী: এক সময়ের চিরযৌবনা,খরস্রোতা ও ব্যস্ততম সূর্যমুখী খাল এখন যৌবন হারিয়ে অস্তিত্ব সংকটে। যেখানে বছরের অধিকাংশ সময়ই …

মোঃ রিপন হাওলাদার: ঢাকা: দশমিনা উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ডিসেম্বর শনিবার দনিয়া পলাশপুর …

ফরিদপুর প্রতিনিধি পরিবেশ রক্ষায় যার যার জায়গা থেকে নিজে সচেতন হতে হবে অন্যথায় শুধু নিয়ম দিয়ে পরিবেশ রক্ষা বা পরিষ্কার শহর তৈরি …