নিউজ ডেস্কঃ
মঙ্গলবার আল-আজহারের গ্র্যান্ড ইমাম আহমেদ আলতাইয়েব আশাবাদ ব্যক্ত করেছেন যে্ ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নতির পথে এগিয়ে যাবে। এ উপলক্ষে ড. ইউনুসকে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তব্য প্রদানের আমন্ত্রণ জানানো হয়েছে, যা বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে।
ড. ইউনুস ও গ্র্যান্ড ইমামের এই বৈঠক অনুষ্ঠিত হয় আজারবাইজানের বাকু শহরের রিটজ কার্লটন হোটেলে। আলোচনাকালে গ্র্যান্ড ইমাম বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ ফ্রী স্কলারশিপের ঘোষণা দেন, যা তাদের উচ্চশিক্ষা লাভের পথে একটি বড় সুবিধা এনে দেবে। এই স্কলারশিপের মাধ্যমে আল-আজহারে বাংলাদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাবে এবং দ্বিপাক্ষিক শিক্ষা বিনিময় আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে ড. ইউনুস আমন্ত্রণের জন্য তাকে ধন্যবাদ জানান এবং পাল্টা আমন্ত্রণ জানিয়ে বলেন, গ্র্যান্ড ইমাম যেন বাংলাদেশ সফর করেন এবং ছাত্রদের নেতৃত্বে সাম্প্রতিক গণআন্দোলনের পর দেশে যে পরিবর্তন এসেছে, তা সরাসরি দেখেন।
উল্লেখ্য, ড. ইউনুস দেশের চলমান গণআন্দোলন, অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগ, এবং বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে গ্র্যান্ড ইমামের সাথে আলোচনা করেন।