
১৬ টি দেশের অংশগ্রহণের মাধ্যমে দিল্লিতে আয়োজিত হয় আন্তর্জাতিক ফ্রেঞ্চ কিক-বক্সিং প্রতিযোগিতা ২০২৫, সেখানে হেভি-ওয়েট ক্যাটাগরিতে আবারো ইন্টারন্যাশনাল মেডেল বিজয়ী হলেন বাংলাদেশের নাঈম । তিনি দেশের বাহিরে এই নিয়ে পরপর ৩ বার আন্তর্জাতিক পদক জয়ের মাধ্যমে করে নিলেন হ্যাটট্রিক, পাশাপাশি ছিলেন ৩ বারের বাংলাদেশ চ্যাম্পিয়ন । দেশের জাতীয় খেলা গুলোতে বাংলাদেশ আনসার বাহিনীর হয়ে খেলতেন তিনি । এবং এর পিছনে বিশেষ ভূমিকা রয়েছে তার বাবা ও মার । এভাবেই আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নাম আরো উঁচু করে তোলার জন্য সর্বদা কঠোর পরিশ্রমে মগ্ন থাকেন তিনি ।