মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪

বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে ইউনিয়ন মৎস্যজীবী লীগ সভাপতির সংবাদ সম্মেলন

Logo
Md. Omar Faruque Khan Zubayer সোমবার, ০৪ ২০২৩, ৭:২৬ অপরাহ্ণ

মো: শাহীন খান ।। সিরাজগঞ্জ জেলার অর্ন্তগত উল্লাপাড়া উপজেলার লাহীড়ি মোহনপুর ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগ এর সভাপতি আব্দুল আলীমকে উপজেলা মৎসজীবী লীগের দেওয়া বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন উক্ত ইউনিয়নের সকল ওয়ার্ড এর মৎস্যজীবী লীগের সকল নেতৃবৃন্দ । বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতে গড়া একটি সংগঠন যার নাম বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ । সূত্রে জানা যায়, গত ০৯/১২/২০২২ ইং তারিখে উল্লাপাড়া উপজেলার লাহীড়ি মোহনপুর ইউনিয়নে উপজেলা মৎসজীবী লীগের সহযোগিতায় সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের সম্মানীত সভাপতি জনাব আলী আহমেদ টুংকু এবং সাধারণ সম্পাদক জনাব টি এম মাইনুল তালুকদার এর উপস্থিতিতে এক বিশাল সম্মেলনের আয়োজন করা হয় । উক্ত সম্মেলনে মোঃ আব্দুল আলীম বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাহীড়ী মোহনপুর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি এবং মোঃ আলমগীর হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন । উল্লেখ্য যে, মোঃ আব্দুল আলীম পিতাঃ মৃত ইব্রাহিম খলিল, গ্রামঃ বাল্লাপাড়া, ডাকঘরঃ মোহনপুর, উপজেলাঃ উল্লাপাড়া, জেলাঃ সিরাজগঞ্জ লাহিড়ী মোহনপুর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর হতে অদ্যবধী পর্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে কর্মীবান্ধব সংগঠন পরিচালনা করে আসছেন । তথ্য সূত্রে আরো জানা যায়, উল্লাপাড়া উপজেলা মৎসজীবী লীগের আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ । তিনি একাধারে জাতীয় মৎস্যজীবী সমিতির উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন । অতঃপর উপজেলা মৎসজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলীম এর লিখিত অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ আলী জিন্নাহ নানা অনিয়ম দুর্নীতীর মাধ্যমে সাধারণ সদস্য এবং জেলেদের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া এবং তা প্রমানিত হওয়ায় জাতীয় মৎস্যজীবী সমিতির জেলা কার্যালয়ের প্যাডে ঘোষিত তাকে আজীবন বহিস্কার করেন । এমতাবস্থায়, উপজেলা মৎসজীবী লীগের আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ আমি মোঃ আব্দুল আলীম এর বিরুদ্ধে নানান সময় আমার সাথে সংগঠন বর্হিভূত আচরণ করতে থাকে । আমি বর্তমানে জাতীয় মৎস্যজীবী সমিতির উপজেলা সভাপতি এবং বাংলাদেশ মৎস্যজীবী লীগ উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি । তারই সূত্র ধরে গত ১৯/০৮/২০২৩ ইং তারিখে অযৌক্তিক অভিযোগ তুলে আমাকে কারন দর্শানোর নোটিশ দেয়া হয় কিন্তু আমি অসুস্থ থাকায় তাতে উত্তর না দেওয়ার কারনে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ উল্লাপাড়া উপজেলা শাখার প্যাডে আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ এবং যুগ্ন আহ্বায়ক মোঃ মতিউর রহমান আমাকে লাহিড়ী মোহনপুর ইউনিয়নের সভাপতি পদ থেকে বহিষ্কার আদেশ করেন । যা একটি সংগঠন এবং গঠনতন্ত্র বহির্ভূত । কোন মিটিং বা জেলার অনুমতি ছাড়াই মোহাম্মদ আলী জিন্নাহ আমাকে বহিষ্কার করেছে । এরকম বহিষ্কার সংগঠনের নীতিমালা ও গঠনতন্ত্র বহির্ভূত । আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।

তারই প্রেক্ষিতে লাহীড়ি মহনপুর ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগ এর সভাপতি আব্দুল আলীম কে উপজেলা মৎসজীবী লীগের দেওয়া বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন উক্ত ইউনিয়নের সকল ওয়ার্ড এর মৎস্যজীবী লীগের সকল নেতৃবৃন্দ । উক্ত সংবাদ সম্মেলনে ইউনিয়ন মৎস্যজীবী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন বলেন, যে আমাদের সভাপতি আব্দুল আলীম সততা ও নিষ্ঠার সাথে কর্মীবান্ধব হয়ে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে কর্মী সংগ্রহ এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার গুণগান করে আসছেন । আমরা উপজেলা মৎসজীবী লীগের আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নার করা এই বহিষ্কার মানি না মানবো না । এবং আমরা ইউনিয়নের নেতৃবৃন্দ ও ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ সবাই ইউনিয়ন মৎস্যজীবী লীগ থেকে ইউনিয়ন মৎস্যজীবী লীগের প্যাডে সদস্য পদ থেকে প্রত্যাহার ঘোষণা করছি । উক্ত সম্মেলনে ৩নং ওয়ার্ডের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, উপজেলা আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ আমাদের কমিটি অনুমোদন হওয়ার পর অদ্যবধী পর্যন্ত আমাদের কোনো কর্মীর সাথে যোগাযোগ বা মিটিং না করে নিজের মতো করে সংগঠন চালাচ্ছেন । আমরা মোহাম্মদ আলী জিন্নাহ এর বিরুদ্ধে সকল কর্মীবৃন্দ ক্ষুব্দ । উক্ত সম্মেলনে উপজেলা আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নার বিরুদ্ধে বক্তব্য রাখেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সকল নেতৃবৃন্দ ‌।

উক্ত বহিষ্কার এর বিষয়ে সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের সভাপতি জনাব আলী আহমেদ টুংকু সাহেব এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, বহিষ্কার এর বিষয়ে আমাকে উপজেলা আহবায়ক জিন্নাহ ফোন করেছিল আমি বলেছি যে, আলীম যদি সংগঠন বিরোধী কাজ করে থাকে তাহলে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে আর যদি সে সততার সাথে সংগঠনের কার্যক্রম করে থাকে তাহলে তার বিরুদ্ধে আনিত বহিষ্কার আদেশ কার্যকর করা হবে না ।
উক্ত বিষয়ে উল্লাপাড়া উপজেলা মৎসজীবী লীগের আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তিনি বলেন যে, ফেসবুকে অসৌজন্যমূলক কমেন্ট করার কারণে তাকে কারন দর্শানোর নোটিশ দিয়েছিলাম সে উত্তর না দেওয়ার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে ।

ADVERTISEMENT

মোঃ নুর ইসলাম সবুজ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং …

বান্দরবানের লামায় জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ, আহত ও বীর শহীদদের স্মরণে স্মরণসভা-মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ …

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা জেলার লাকসাম উপজেলার গোবিন্দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ই ডিসেম্বর) …

ইলিয়াছ হোসাইন, নিজস্ব প্রতিবেদক: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর সভ্যতা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক …