রিপোর্টার, মোঃ রিফায়েত ইসতিয়াক হৃদয়
রংপুরের বদরগঞ্জের, দামোদরপুর ইউনিয়নের, আমরুল বাড়ি আমবাগানে, আবাসিক এলাকায় বসবাসকৃত থাকার ঘরের পাশেই পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই বাবুল চন্দ্র নামক এক ব্যক্তি দিয়েছেন ব্রয়লার মুরগির খামার। বর্তমানে এই মুরগির খামারের ফলে বসবাসের অযোগ্য হয়ে উঠেছে সম্পূর্ণ এলাকাটি। খামারের পাশেই পলাশ চন্দ্রের বাড়ি, তিনি বলেন এই খামারের কারণে তারা গন্ধে ঘরে থাকতে পারেন না, খাবারের স্থান সহ সবখানে প্রতিনিয়ত মাছি পড়ছে, বাসায় তার বৃদ্ধ মা অসুস্থ পড়েছেন এবং বাচ্চাদের বিভিন্ন রোগ লক্ষ্য করা যাচ্ছে। আর এই ধরনের সমস্যা শুধু পলাশচন্দ্রের নয় ওই এলাকায় বসবাসকৃত অন্যান্যদের ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে বলে জানান আমাদের নিকট। পলাশ চন্দ্র এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এবং স্থানীয় থানায় অভিযোগ প্রদান করা সত্ত্বেও এখনো অবধি কোন সঠিক বিচার পাইনি। এখন ওই পুরো এলাকাটি বাবুল চন্দ্রের মুরগির খামারের জন্য বসবাসের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে। তাই এখন এই মুরগির খামারটি নিষিদ্ধের জন্য জোরদার দাবি জানিয়েছেন পলাশচন্দ্র সহ পুরো এলাকাবাসী।