
বল্লভপুর মানব কল্যাণ পরিষদের পক্ষ থেকে সেলাই মেশিন পেল দুই অসহায় পরিবার
শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা রিপোর্টার
কুমিল্লা দেবীদ্বার উপজেলা ১০নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বল্লভপুর মানব কল্যাণ পরিষদের পক্ষ থেকে দুই অসহায় পরিবারের মাঝে মেশিন বিতরণ করা হয় ।
মানবতার ফেরিওয়ালা মোঃ কামরুল হাসান ২০২২ সালে বল্লভপুর মানব কল্যাণ পরিষদ প্রবাসী সংগঠন তৈরি করেন। সংগঠনটি সংগঠিত হওয়ার পর থেকে এলাকায় গরির নিম্ন আয়ের মানুষকে নগদ অর্থ সহায়তা, ত্রাণ, বিভিন্ন সাহায্য সহযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের সংর্বধনা, ঈদ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন কার্যকর্ম করে আসছে।
তারই ধারাবাহিকতায় আজ ৭ জুলাই শুক্রবার বল্লভপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুটি সেলাই মেশিন, মাদ্রাসার জন্য টিন ও অসহায় ব্যক্তিকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।আর আগে সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত ছিলেন, মোঃ ফুল মিয়া মাষ্টার, মোবারক হোসেন,আকতার হোসেন, মোজাম্মেল মোল্লা,সংগঠন এর সাধারণ সম্পাদক মোঃ অলি উল্লাহ,মোঃ সাগর, মিজান ফকির,দুলাল ফকির সহ আরো অনেক
সেলাই মেশিন হাতে পেয়ে রোকসানা ও সুরাইয়া বলেন আমরা খুব খুশি। এই সেলাই মেশিন দিয়ে কাজ করে আমাদের পরিবারের কিছু টাকা উপার্জন করতে পারবো। আমাদের ছেলেমেয়েরা ও পড়াশোনায় মনোযোগী হবে। কারন আমাদের এখন একটা টাকা উপার্জন করার ব্যবস্থা হয়েছে। আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মানবতার ফেরিওয়ালা কাতার প্রবাসী কামরুল হাসান ভাইয়ের প্রতি।