মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

বর্তমান নির্বাচন কমিশন ভোটের অধিকার ও পরিবেশ ফিরিয়ে দিবে বলে বিএনপি প্রত্যাশা করে-নাটোরে রুহুল কবির রিজভি

Logo
ডেস্ক রিপোর্ট রবিবার, ২৪ ২০২৪, ৮:০৭ অপরাহ্ণ

ইউসুফ আলী
নাটোর প্রতিনিধি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগের নির্বাচন কমিশনগুলো ভোটের পরিবেশ ধ্বংস করে শেখ হাসিনার কৃতদাস হিসেবে কাজ করতো। যারা পতিত স্বৈরাচার সরকারের তাবেদারী করেছে, শেখ হাসিনা তাদেরকেই নির্বাচন কমিশন বানিয়েছে। বর্তমান নির্বাচন কমিশন মানুষের ভোটের অধিকার এবং পরিবেশ ফিরিয়ে দিতে কাজ করবে বলে বিএনপি প্রত্যাশা করে। আজ দুপুরে নাটোর শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক জরুরী প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রিজভি বলেন, গত ৫ইআগস্টের পর থেকে বিএনপির নাম ভাঙ্গিয়ে বা সরাসরি যারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। এখন পর্যন্ত নানা কারণে সারা দেশের ৮০০ নেতা কর্মীকে দল এবং পদ থেকে অব্যাহৃতি দেওয়া হয়েছে। দলের যে কেউ আইন হাতে তুলে নিলে তাদের বিরুদ্ধে সরাসরি দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া গত ২২ নভেম্বর নাটোরের বনপাড়ার কালিকাপুরে উজ্জল নামে এক আওয়ামীলীগ কর্মীকে প্রকাশ্যে বিএনপির নেতা কর্মীরা মারপিট করে পুলিশে দেওয়ার ঘটনায় তার বাড়ি পরিদর্শন করেন। এছাড়া বড়াইগ্রাম থানার ওসিকে মারপিটের সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা নেওয়ার পাশাপাশি গ্রেফতার করে আইনে সোপর্দ করার নির্দেশ দেন রিজভি। এসময় প্রেসব্রিফিংয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থনীতি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নির্বাহী কমিটির সদস্য মাহাবুবুল ইসলাম সহ নাটোর জেলা বিএনপির নেতৃবৃন্দ।

ADVERTISEMENT

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি,মাগুরাঃ কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য সামনে নিয়ে মাগুরা সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি ও ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা …

সাজেদুল হক প্রান্ত , রিপোর্টারঃ ওমানকে হারিয়ে যুব এশিয়া কাপে শুভসূচনা করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। মাঝের দুই ম্যাচ উত্থান-পতনের মধ্য দিয়ে গেলেও …

চট্টগ্রাম ব্যুরো : চান্দগাঁও থানা অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই আজহারুল ইসালাম, এসআই লুৎফর রহমান,এএসআই সোহেল রানা, এএসআই রাজু …

চট্টগ্রাম ব্যুরো : দীর্ঘদিন ধরে অধিকারবঞ্চিত ও বৈষম্যের শিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।বৈষম্য বিরোধী সাংবাদিক …