মোঃ রবিউল ইসলাম রবি. স্টাফ রিপোর্টারঃ
বন্ধু সংগঠনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে হাদিয়া বিতরণ করা হয়েছে।
২৭ শে আগষ্ট মঙ্গলবার নোয়াখালীর বেগমগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বন্ধু সংগঠনের পক্ষ থেকে এ হাদিয়া বিতরণ করা হয়।
ঘর বন্দী মানুষের মাঝে এ সময় বন্ধু সংগঠনের মেহেদী হাসান মোঃ জুয়েল সহ তরিকুল ইসলাম মোঃ রবিউল ইসলাম রবি বলেন,আমরা সবাই ভাই -ভাই। এজন্য ভাই হিসাবে আপনাদের পাশে দাঁড়িয়েছি।
তিনি আরো বলেন, আমরা আজ আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রায় ৫০০ পরিবারের মাঝে হাদিয়া হিসাবে বিতরণ করেছি এবং সেই সাথে ২৪০০ পিছ পোশাক ও বিতরণ করছি। এছাড়া আমি সকলেই প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা যারা বিত্তবান আছেন তাদেরকে এই বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবী এর প্রধান রিয়াদ হাসান এবং রাসেল প্রমুখ।