সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

বছরের তিশা বিয়ে করেছেন ৬০ বছরের খন্দকার মুশতাককে। এখনও এ বিয়ে মেনে নেয়নি তিশার পরিবার।

Logo
Shafiqul Islam শনিবার, ১৭ ২০২৪, ৪:৩৬ অপরাহ্ণ


শফিকুল ইসলাম শরীফ রিপোর্টার

তিশাকে ফিরে আসার আকুতি জানিয়ে বাবার অঝোরে কান্না।

  • সিনথিয়া ইসলাম তিশা ও খন্দকার মুশতাক আহমেদের অসম বয়সী বিয়ে নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। সম্প্রতি বইমেলায় গিয়েও হেনস্তার শিকার হন এ দম্পতি।

এর পরই এ দম্পতিকে নিয়ে মুখ খোলেন তিশার বাবা সাইফুল ইসলাম। তার মেয়েকে ফাঁসানো হয়েছে দাবি করে মুশতাকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সামনে এনেছেন তিনি। একইসঙ্গে মেয়ে তিশাকে বাড়ি ফিরে আসার আকুতি জানিয়েছেন বাবা সাইফুল ইসলাম।

১৮ বছরের তিশা বিয়ে করেছেন ৬০ বছরের খন্দকার মুশতাককে। এখনও এ বিয়ে মেনে নেয়নি তিশার পরিবার। শুধু তা-ই নয়, এ বিয়েকাণ্ড আদালত পর্যন্ত গড়িয়েছে, যা এখনও বিচারাধীন।

সম্প্রতি তিশাকে উদ্দেশ্য করে বাবা সাইফুল ইসলাম ফেসবুক লাইভে বলেন, ‘আমি মুশতাকের ছায়াও দেখতে চাই না। মুশতাকের নামটা শুনলে আমার অজুটাও নষ্ট হয়ে যায়। আম্মু তুমি আমার কাছে ফিরে এসো, কোনো কারণে যদি ট্রেন লাইনচ্যুত হয়, সেটা আবার লাইনে তুলে সামনে এগোনো যায়। তুমি আমার কাছে ফিরে এসো, মুশতাকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, ‘একটা মেয়ে কতটা জিম্মি হলে বাবা-মায়ের বিরুদ্ধে কথা বলতে পারে। তিশাকে খুব রেস্ট্রিকশনে রাখে, তাকে মোবাইলেও কথা বলতে দেয় না। কথা বলতে দিলে মুশতাক পাশে বসে থাকে।’

সাইফুল ইসলাম বলেন, ‘একদিন আমার স্ত্রী তিশাকে বলছিল, মুশতাকের কাছ থেকে না এলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে? জবাবে তিশা বলে, আম্মু আমার অনেক অশ্লীল ছবি ওর (মুশতাক) কাছে আছে। ছবিগুলো দিলে লাথি দিয়ে চলে আসতাম।’

ADVERTISEMENT

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী তিশা এবং খন্দকার মুশতাক ওই কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন।

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: “জ্ঞান – বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বজয়” এই স্লোগানকে সামনে রেখে লাকসাম উপজেলা প্রশাসন আয়োজিত ৪৬ …

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি,মাগুরাঃ সদর উপজেলায় ৬ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ও জরিমানা করা হয়। সোমবার ২০ জানুয়ারি বেলা …

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি : বিএনপির নেতার সাথে আওয়ামী লীগের দুই নেতার খাম বিনিময়ের পুরোনো একটি ছবি ফেসবুকে শেয়ার করার জেরে পটুয়াখালীর রাঙ্গাবালী …

(চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদাতাঃ কুমিল্লার চৌদ্দগ্রামে একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মোঃ বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর) নিহত হয়েছে। …