শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এক কোটি টাকার চেক দিলো এফবিসিসিআই

Logo
Ripon Howladur শনিবার, ২৭ ২০২৩, ১০:০৯ অপরাহ্ণ

 

মোঃ রিপন হাওলাদার

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় প্রতিশ্রুতি দেওয়া এক কোটি টাকা অনুদানের চেক হস্তান্তর করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

আজ শনিবার (২৭ মে ২৩ ইং) তারিখ মতিঝিল এফবিসিসিআইয়ের বোর্ড রুমে আয়োজিত অনুষ্ঠানে দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের হাতে এই চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, আমি তখন দেশের বাইরে ছিলাম। দেশে এসেই নেতাদের নিয়ে আমরা সেখানে ভিজিট করতে গিয়েছিলাম। এমনভাবে আগুন লাগলো সেখানে কিছুই অক্ষত ছিলো না। আমি যখন সেখানে গেলাম, মনে হলো এমন নিঃস্ব ব্যবসায়ীদের জন্য আমাদের সামান্য হলেও সহযোগিতা করা উচিত। সেজন্য আমরা এই এক কোটি টাকা সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছিলাম।

এছাড়াও তিনি পূর্বের এমন একটি ঘটনা নিয়ে বলেন, আমি যখন দায়িত্ব নেই, সজীব গ্রুপের একটি ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সেখানে সম্ভবত ৫২ জন লোক মারা গিয়েছিল। ফ্যাক্টরিও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় মালিক ও মালিকের ছেলেকে তখন গ্রেপ্তার করা হয়। আমার মনে সেই সময় একটা প্রশ্ন জেগেছিল, প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট সকল ধরনের লাইসেন্স নিয়েছিল,তাহলে মালিক কেনো গ্রেপ্তার হলো যারা লাইসেন্স দেয় তাদের কি কোন দায় নেই, আসলে তাদেরই দায়িত্ব নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করা।

এফবিসিসিআই সভাপতি আরো বলেন, কলকারখানা অধিদপ্তর লাইসেন্স দেয়, ফায়ার সার্ভিস লাইসেন্স দেয়, কিন্তু তারা তো কমপ্লায়েন্স নিশ্চিত করতে পারে না। এজন্য এফবিসিসিআইতে একটি সেইফটি কাউন্সিল করা হয়েছে। যার অধীনে ৪৪ হাজার ফ্যাক্টরিকে দূর্ঘটনা থেকে রক্ষা করতে তদারকি করা হবে। এটি এফবিসিসিআই-এর কাজ না। তারপরও আইএলও’কে সঙ্গে নিয়ে আমরা এটা করছি।

ADVERTISEMENT

অনুষ্ঠানে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো.হেলাল উদ্দিন তার বক্তব্যে এফবিসিসিআইয়ের এই মহতী প্রয়াসের প্রশংসা করেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করার জন্য এগিয়ে আসতে অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান ও সংস্থার প্রতি আহ্বান জানান।

 

এফবিসিসিআইয়ের সাধারণ সম্পাদক মাহফুজুল হক,পরিচালক হাবিব উল্লাহ ডন,বঙ্গবাজার কমপ্লেক্সের সভাপতি নাজমুল হুদাসহ এফবিসিসিআইয়ের শীর্ষ নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

দেলোয়ার হোসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন সকল রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা দোকান, স্থাপনা ও জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টিকারী নির্মাণাধীন …

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি|: কুমিল্লা জেলার লাকসামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের নয়টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে …

তানজির আহমেদ সাকিব, কালাই উপজেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা পর্যায়ে এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন …

সাজেদুল হক প্রান্ত রিপোর্টারঃ নরসিংদীর শিবপুরে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান, প্রযুক্তি এবং তারুণ্যের উৎসব ২০২৫। আজ বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করুন) উপজেলা পরিষদ মাঠে …