মাগুরা প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মাগুরায় দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার মাগুরার শ্রীপুরের লাঙ্গলবাঁধ আশা স্বাস্থ্যসেবা কেন্দ্রে এ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকালে আশা’র লাঙ্গলবাঁধ শাখার সিনিয়র ব্যবস্থাপক হাশিম রেজার সভাপতিত্বে জেলা ব্যবস্থাপক মো. শমশের আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক ইসমাইল হোসেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লাঙ্গলবাঁধ শাখা ব্যবস্থাপক আব্দুল করিম, আশা’র আঞ্চলিক কর্মকর্তা কোরবান আলী, চিকিৎসক ডাক্তার শাহ আলমসহ অন্যরা।
ফ্রী মেডিকেল ক্যাম্পে মাগুরা, ঝিনাইদহ ও রাজবাড়ী জেলার শতাধিক নারী-পুরুষ স্বাস্থ্যসেবা গ্রহন করেন। এসময় চিকিৎসক রোগীদের যত্নসহকারে পরীক্ষা-নিরীক্ষা করেন। পাশাপাশি রোগীদের নানা পরামর্শসহ ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধ দেয়া হয়।