ফয়সাল হোসাইন সনি, বগুড়াঃ
বগুড়ায় ১১ দফা দাবিতে বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনের মতো কর্মবিরতি পালন করছেন জেলায় কর্মরত কয়েকশত পুলিশ সদস্য। এই কর্মবিরতি বিক্ষোভ সমাবেশে জেলা পুলিশের সিনিয়র অফিসাররাও একত্মতা প্রকাশ করেছে।।
দলীয় লেজুড়বৃত্তি ও দালালির কারণে পুলিশ সদস্যদের জনগণের মুখোমুখি দাড় করিয়ে দেওয়া এবং পুলিশ সদস্যদের হত্যার প্রতিবাদে বগুড়ার পুলিশ লাইনে এ বিক্ষোভ করেছেন পুলিশ সদস্যরা। এ সময় পুলিশের কনস্টেবল, এএসসাই, এসআই, ইন্সপেক্টর, অ্যাডিশনাল এসপি সদস্যরাও অংশ নিয়েছেন।
বুধবার বিকালে বগুড়া পুলিশ লাইন, থানাসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা সিভিল পোশাকে পুলিশ লাইনে একত্রিত হয়ে এই আন্দোলন করেন।
এদিকে, বিক্ষোভ থেকে পুলিশ সদস্যরা সমন্বিতভাবে ১১ দফা দাবি জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন তারা।
পুলিশের দেওয়া ১১ দফা দাবির মধ্যে রয়েছে -বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত পুলিশ সদস্যদের হত্যার বিচার, বাংলাদেশ পুলিশ কোনো সরকার বা রাজনৈতিক দলের অধীনে কাজ করবে না, তারা নিরপেক্ষ থাকবে। পুলিশ ৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করবে না। পুলিশ সদস্যরা কোনো মৌখিক আদেশ পালন করবে না। পদোন্নতির ক্ষেত্রে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের মতো ও নীতি অনুসরণ করতে হবে। পুলিশের বার্ষিক ছুটি ২০ দিন থেকে ৬০ দিনে উন্নীত করা, কর্মকর্তাদের মতো সোর্স মানি দেওয়া, প্রতিমাসে ১০ তারিখের মধ্যে টিও বিল নিশ্চিত করা,ঝুঁকিভাতা বৃদ্ধি করা এবং পুলিশ সদস্যের নিজ রেঞ্জে বদলি করাসহ আরো বেশ কিছু দাবি জানানো হয়।
পুলিশ লাইনসের ক্যান্টিনের সামনে কর্মরত কয়েকশত পুলিশের উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক ও কনস্টেবল বিক্ষোভ মিছিলে অংশ নেন। এ সময় বিক্ষোভকারী পুলিশরা সেখানে প্রায় ১ ঘন্টা অবস্থান করেন এবং মিছিলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।