
বগুড়ায় কাঁচা মরিচসহ নিত্য পণ্যের বাজারে অভিযান করেন-ভোক্তা অধিকার সংরক্ষণ ।
ফয়সাল হোসাইন সনি,জেলা প্রতিনিধি বগুড়া
৬ জুলাই সকাল ১১ টার সময় বগুড়ার সদর উপজেলার রাজাবাজারে ও রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী ।
এ সময় ক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও বেশি মুনাফা গ্রহণ করার অপরাধে রাজাবাজার এক জন ব্যাবসায়িকে এবং রেলগেট এলাকার দুই জন কাঁচামরিচ বিক্রেতাসহ মোট তিন জন কে ছয় হাজার এবং রাজাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুই টি মশলার দোকানকে তিন হাজার পাঁচশত টাকা জরিমানা আরোপ ও আদায় করেন ।
পাশাপাশি অধিক মুনাফা গ্রহণ হতে বিরত থাকা এবং ক্রয় বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করার বিষয়ে সতর্ক করেন তিনি ।
জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী ।