চট্টগ্রামের পটিয়া উপজেলায় জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১৬ জুন) রাত ৮টার দিকে কুসুমপুরা ইউনিয়নের মনসা গ্রামের পুরক সওদাগরের বাড়িতে এই ঘটনা ঘটে। মনসা গ্রামের আইয়ুবআলীর ছেলে নিহত জাহাঙ্গীর আলম।
সূত্র থেকে জানা যায়, পারিবারিক কলহের জেরে বউয়ের ওড়না দিয়ে নিজ শয়ন কক্ষে সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেনতিনি।
জাহাঙ্গীর আলম ৬ মাস পূর্বে একই উপজেলার ধলঘাট ইউনিয়নের গৈড়লা গ্রামের হারুনের মেয়ে জেরিন আকতারকে বিয়ে করেন। তিনিরাজধানীর ধানমন্ডিতে ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকে শাখায় চাকরি করতেন। এসময় তার স্ত্রী বাবার বাড়িতে ছিলেন।
পটিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, নিজ ঘরে বউয়ের ওড়না গলায় দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেনজাহাঙ্গীর।
পরবর্তীতে পটিয়া হাসপাতাল থেকে লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেওজানান তিনি ।