বিশেষ প্রতিনিধি– বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দানোত্তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম বংশদীপ বৌদ্ধ বিহার কমপ্লেক্সে কোতোয়ালী ঘোনা জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রিয়ানন্দ মহাথের মহোদয়ের সভাপতিত্বে ও বংশদীপ বৌদ্ধ বিহার কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত করুনানন্দ থেরো সঞ্চালনায় শুক্রবার ৩ নভেম্বরনগরের অক্সিজেন এলাকায় একটি কনভেনশন হলে এ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়।
বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস বর্ষাব্রত শেষে এসব কঠিন চীবর দানোৎসব উদযাপন করা হয়। বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বছরে একবার কঠিন চীবর দান করা যায়।
বৌদ্ধ ধর্মালম্ভীগণ পূণ্যের আশায় প্রতি বছর অধীর আগ্রহী অপেক্ষায় থাকেন। এ দিনের অপেক্ষায় সাধারণত ভিক্ষুদের ত্রি–চীবর হলো চার খন্ডের পরিধেয় বস্ত্র। প্রতি বছর বৌদ্ধ ভিক্ষুদের তিনমাস বর্ষাবাস শেষে কঠিন চীবর দানোৎসব আয়োজন করা হয়। এতে বৌদ্ধ ধর্মের রীতিনীতি অনুয়ায়ী ভিক্ষুদের বস্ত্র তৈরী করার জন্য প্রথমে তুলার বীজ বোনা হয়,পরে তুলা সংগ্রহ করা হয়,তা থেকে সুতাকাটা হয়,সেই সুতা রং করে ধর্মীয় আচার–অনুষ্ঠান মেনে ২৪ ঘন্টায় কাপড় তৈরী করে উৎসবের মধ্যেদিয়ে ভিক্ষু সংঘের মাঝে দান করাহয়।
দানোত্তম কঠিন চীবর দানোৎসবে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর নৈরঞ্জনা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্র অধ্যক্ষ ভদন্তজ্ঞানরত্ন মহাথের, বিশেষ অথিতি বাংলাদেশ বৌদ্ধ সমাজ সংস্কার আন্দোলনের সভাপতি বাবু বোধিপাল বড়ুয়া,বাংলাদেশ বৌদ্ধ সমাজসংস্কার সাধারণ সম্পাদক বাবু রতন বড়ুয়া (ব্যাংকার), দৈনিক পূর্বদেশ পত্রিকার প্রতিনিধি বাবু শতদল বড়ুয়া,ওয়ার্ল্ড বুড্ডিস্ট এসোসিয়েশন ইন বাংলাদেশ সভাপতি বাবু জিনাংশু বড়ুয়াসহ কঠিন চীবরদান উৎযাপন কমিটির নেতৃবৃন্দ।
মহান দানোত্তম কঠিন চীবর দানোৎসবে হাজারো উপস্থিত পূণ্যার্থীদের মাঝে মহামানব গৌতম বুদ্ধের অমৃতময় স্বধর্ম দেশনা প্রদান করেন রাঙামাটি রাজবন বিহারের আবাসিক ভদন্ত মেত্তাবংশ মহাথের, হালিশহর নৈরঞ্জনা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্র অধ্যক্ষ ভদন্তজ্ঞানরত্ন মহাথের সহ বিভিন্ন বিহার থেকে আগত জ্যেষ্ঠ ভিক্ষুগণ।