মোঃ রিপন হাওলাদার
ফ্রান্সের মার্শাই বুফাট ফুটবল একাডেমীর আমন্ত্রণে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে ঢাকা একাদশ আর.সি দল। জাতীয় ফুটবল দলের সাবেক বর্তমান ও প্রিমিয়ার ফুটবল লীগের নিয়মিত খেলোয়াড়দের নিয়ে গঠিত হয়েছে ঢাকা একাদশ আর.সি ।দলটি আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকা থেকে মধ্য রাতে কুয়েত এয়ার ওয়েজের একটি ফ্লাইটে ফ্রান্সের উদ্দেশ্য রওনা দিবে।
ফ্রান্সের মার্শাই শহরের প্রখ্যাত ফুটবল একাডেমি বুফাট ও সফরকারী দলের মধ্যে “ফাইভ এ সাইড” দুটি প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হবে।
অধিনায়ক ফয়সালের নেতৃত্বে প্রীতি ম্যাচ দুটি খেলবেন তারা। এ উপলক্ষে ২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার)দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ক্লাব কর্তৃপক্ষ।আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা একাদশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স বলেন, ‘বুফাট একাডেমি অনেক বড় একটা একাডেমি। আমাদের ক্লাবটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় ।যাত্রা শুরুর বছরে অর্থাৎ ২০০১ ,২০১২ ,২০২২ সালে ভারত ও নেপালে কয়েকটি প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলে এসেছে। লন্ডনে ২০০৭ ,২০১০,২০১৩তে প্রথম জাতীয় প্রাক্তন ফুটবলার নিয়ে খেলতে গিয়েছিলাম।সে সময় যারা খেলেছিলেন তারা হলেন কায়সার হামিদ ,জয়,নকিব, ইকবাল,জুয়েল রানা, বখতিয়ারসহ অন্যান্যরা এমন প্রদর্শনী ম্যাচ অত্যন্ত সাফল্যের সাথে খেলেছেন। এছাড়াও ২০১৮ সালে ইংল্যান্ডে ৭ জন জাতীয় ফুটবলার ইউকে সোসার লীগের আমন্ত্রণে খেলেএসেছে।তখন মামুনুল, ফাহাদ,সাদ, রায়হান, নাছির,ওমর বাবু,ইমন ফয়সাল জিকে রানাসহ অন্যান্য খেলোয়াড় খেলে এসেছে।বাংলাদেশের অনেক তারকা খেলোয়াড় এবারের যাত্রায় অংশ নিচ্ছেন। আশা করি আমাদের জন্য দারুণ এক সফর হবে এটা।
এবারের সফরকারী টিমের দলনেতা হিসেবে দায়িত্বে রয়েছেন আব্দুল্লাহ আল জাহির স্বপন। এছাড়া দলের অন্য সদস্যরা হলেন, মো: আতিকুর রহমান ফাহাদ, মো: নাঈম, এস এম সামিউল ইসলাম, মো: সালাউদ্দিন ও মো: মাহমুদুল হাসান কিরণ। দলের কোচ হিসেবে রয়েছেন মো: আমানুল্লাহ ও মিডিয়া সেক্রেটারি মো: গোলাম কাইফ।
দলের অধিনায়ক ফয়সাল জানায়, প্রিন্স ভাই আমাদের জন্য প্রচণ্ড পরিশ্রম করছেন। ওনার কারণেই মূলত এই সফর হতে যাচ্ছে। প্রিন্স ভাইয়ের নেতৃত্বে এর আগেও আমরা ঢাকা একাদশের হয়ে দারুণ এক সফর করেছিলাম। আশা করি এবারের সফরও সফল হবে।’
২০১৮ সালে ইংল্যান্ডে ৪টি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল বাংলাদেশ ফুটবলের ঢাকা একাদশ। এর মধ্যে ২টিতে জয় এবং ১টিতে ড্র ১ টিতে হার। বুফাট একাডেমির বিপক্ষে কেন খেলতে যাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে
আবু হাসান চৌধুরী প্রিন্স বলেন, ফ্রান্সে এর আগে এমন প্রীতি ম্যাচ কখনো আমাদের খেলা হয়নি তাদের আমন্ত্রণে এই প্রথম আমরা খেলতে যাচ্ছি।
ইউরোপের খেলোয়াড়দের সঙ্গে আমাদের বাংলাদেশের খেলোয়াড়দের মূল পার্থক্যটা কীভাবে মূল্যায়ণ করা যায় সেটা অনুধাবন করা প্রয়োজন। তাছাড়া তাদের সাথে
শারীরিক একটা ব্যবধান তো রয়েছেই। তবে অভিজ্ঞতায় ওরা অনেক এগিয়ে। অভিজ্ঞতা বলতে ম্যাচ অভিজ্ঞতা। আমরা আন্তর্জাতিক ম্যাচ কম খেলি। ঘরোয়া লিগ-টুর্নামেন্ট নিয়মিত হলেও আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা ইউরোপের দেশের তুলনায় কম খেলা হয়। যে কারণে আমরা অনেক পিছিয়ে রয়েছি। আমরা যদি বেশি করে ম্যাচ খেলার সুযোগ পাই তাহলে আমাদের র্যাংকিং যেমন এগুবে; তেমনি আমাদের ফুটবলারদের আত্মবিশ্বাসও বাড়বে। এছাড়া এই ক্লাবটিকে ঢাকা ক্লাব ও গুলশান ক্লাবের আদলে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে জানান প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
সফরকারী ঢাকা একাদশ আর.সি’র জার্সি স্পন্সর করেছেন বাংলাদেশের বৃহত্তম শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।কো-স্পন্সর হিসেবে সহযোগিতা করেছেন ফিনিক্স ইন্সুরেন্স ও নভো এয়ার।