সাজেদুল হক প্রান্তঃ
বিএনপি যুগ্ম মহাসচিব, জেলা বিএনপি আহবায়ক সাবেক এমপি খায়রুল কবির খোকন বলেন, ১৭ বছর আন্দোলন করেছিলাম ভোটাধিকার আদায়ের জন্য। এ আন্দোলনে ৪২২ জন বিএনপি নেতা -কর্মী এবং ছাত্র ১৩৫ জন আন্দোলনে নিহত হয়েছে।
ফ্যাসিবাদী শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনো এ আন্দোলন সফল হয়নি। আমাদের ভুলের কারনে এ আন্দোলন নষ্ট করা যাবে না। এ সরকারকে কোন ভাবেই ব্যর্থ হওয়া দেওয়া যাবে না।
তিনি বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্হতা কামনার্থে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
আজ(শুক্রবার) সন্ধ্যায় নরসিংদী শিশু একাডেমি হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খায়রুল কবির খোকন আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না । শিক্ষা প্রতিষ্ঠান থাকবে রাজনীতি মুক্ত। ম্যানেজিং কমিটিতে থাকবে শিক্ষিতরা। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হবে।
তিনি আরো বলেন, আমাদের শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় সুশিক্ষিত হিসেবে গড়ে তোলার দায়িত্ব মানুষ গড়ার কারিগর শিক্ষকদের।
বি জি রশিদ নওশেরের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন জেলা বিএনপি’র সদস্য সচিব মনজুর এলাহী, জেলা বিএনপি’র সিনিয়র আহবায়ক তোফাজ্জল হোসেন, শিবপুর উপজেলা বিএনপি সভাপতি আবুল হারিস রিকাবদার, শিক্ষক নেতা আলতাফ হোসেন নাজির, শিক্ষক নেতা এ কে এম বাছেদ মোল্লা ভুট্রো, শিক্ষক নেতা আবুল হোসেন, আন্দোলনে নিহত তাহমিদ এর বাবা রফিকুল ইসলাম সহ প্রমুখ।