সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

ফেলানী হত্যায় ভারত ও শেখ হাসিনা দায়ী – রাশেদ প্রধান

Logo
ডেস্ক রিপোর্ট মঙ্গলবার, ০৭ ২০২৫, ১:৫৯ অপরাহ্ণ

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আওয়ামী সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে দিনের পর দিন, ভারতের বিএসএফ সীমান্তে পাখির মত হত্যা চালিয়েছে। রক্তপিপাসু আওয়ামী সরকার ভারতকে সীমান্তে হত্যাকাণ্ড চালানোর ফ্রি লাইসেন্স দিয়েছিল বলেই একবারও প্রতিবাদ করে নাই। ভারত সরকার বন্ধুত্বের মিথ্যা আশ্বাস এবং লাশ হস্তান্তর ব্যতীত কিছুই করে নাই। তাই ফেলানী হত্যার দায় শুধু মাত্র বিএসএফ এর নয়, ফেলানী হত্যায় ভারত ও শেখ হাসিনা দায়ী।

আজ (০৭ জানুয়ারি ২০২৫) সকালে জাগপা আয়োজিত ফেলানী হত্যা দিবসে, “ফেলানীর রক্ত – প্রতিবাদের মন্ত্র” শীর্ষক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ২০১১ সালের ৭ জানুয়ারি কাটাতারের বেড়ায় ঝুলন্ত নিথর ফেলানীর লাশ দেখে পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল অথচ শেখ হাসিনার বুক কাপে নাই। বিএসএফ অথবা ভারত সরকার অনুশোচনা বোধ করে নাই। এরকম বন্ধু আমাদের প্রয়োজন নাই। ভারত সরকারকে বুঝতে হবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদের গোলাম হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ নয়। আমরা শেখ হাসিনার গদি উল্টে দিয়েছি এবং ভারতের গোলামির জিঞ্জির ছিন্ন করেছি। আপনাদের দাদাগিরি আর চলবেনা।

বিক্ষোভ মিছিলে আরও অংশগ্রহণ করে জাগপা’র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম মেম্বার আসাদুর রহমান খান, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক রওশন আলম, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু . জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন আহমেদ অভি, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা নেতা মনোয়ার হোসেন, পাবেল আহমেদ, ছাত্রনেতা রিয়াজুল ইসলাম, মোঃ নাজমুল হোসেন সোহেল প্রমুখ।

ADVERTISEMENT

রোকন বিশ্বাসঃ   বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সকল নেতাকর্মীরা পাবনা গণপূর্ত অধিদফতর ও আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। এদিকে গণপূর্ত অফিসের নির্বাহী …

এইচ এম আমজাদ হোসেন মোল্লা ১১ নং ওয়ার্ড বিএনপি নেতা তৈমুর আলম রোকনের মাতা মরহুম রোশন আর স্মরণে হাজিগঞ্জ নিজ বাড়িতে মিলাত …

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …