
কাজী তানভীর, ফেনী সদর প্রতিনিধি
ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপের সংঘর্ষে এপর্যন্ত সাতজন শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৮ জন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনী সদর উপজেলার দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে ফেনী জেনারেল হাসপাতালে। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্মাণ শ্রমিকদের বহন করা একটি পিকআপ ভ্যান ঢাকামুখী লেন ধরে ফেনী শহরের দিকে আসছিল। এমন সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান সেটিকে ধাক্কা দেয়। এতেই হতাহতের ঘটনা ঘটে। আরও জানা গেছে নিহতদের বাড়ি উত্তরবঙ্গে, তবে ফেনীতে দিনমজুর হিসেবে কাজ করার সুবাদে শহরের উত্তর সহদেবপুরে ভাড়া থাকতেন।