মোঃ ইব্রাহিম হোসেনঃ বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছে দেশের বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধন মানবিক কল্যাণ সংস্থা। ফেনীতে বন্যার্তদের মাঝে ১০০০ জনকে এক বেলার আহার এবং ২০০ জনের মাঝে শুকনা খাবারের প্যাকেট বিতরণ করেছেন বন্ধন মানবিক কল্যাণ সংস্থার সংশ্লিষ্টরা।
শনিবার (২৪ আগস্ট) বন্যার্তদের মাঝে এ খাবারের প্যাকেট তুলে দেন বন্ধন মানবিক কল্যাণ সংস্থার চেয়ারম্যান হাসানুর রহমান পাভেল।
এক বেলার আহারে ছিল খিচুড়ি। শুকনা খাবারের প্যাকেটে ছিল পানি, বিস্কুট, ওরস্যালাইন ও চকলেট।
এব্যাপারে বন্ধন মানবিক কল্যাণ সংস্থার চেয়ারম্যান হাসানুর রহমান পাভেল বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যাকবলিত পানি বন্দীদের উদ্ধার ও সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
ADVERTISEMENT
0