
মোঃ আবদুল রহিম চৌধুরী:
বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই এবং কোটা সংস্কার আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফেনী জেলা ছাত্রলীগ।
সোমবার (১৫ জুলাই) বিকেলে ফেনীর পৌর চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মদ তপু এবং সাধারণ সম্পাদক নুর করিম জাবেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মদ তপু এবং সাধারণ সম্পাদক নুর করিম জাবেদসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।
ছাত্রলীগ নেতারা বলেন, মহান মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। যারাই দেশ বিরোধী অপচেষ্টায় মেতে উঠবে ফেনী জেলা ছাত্রলীগ রাজপথে তাদের প্রতিহত করবে।
তারা আরও বলেন, দেশে কোটা আন্দোলনের নামে ছাত্র সমাজকে রাজপথে নামিয়ে দিয়েছে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নসহ শিক্ষার্থীবান্ধব নানা কার্যক্রম বাস্তবায়ন করে চলেছেন। কোটার মাধ্যমে দেশের অনগ্রসর মানুষকে সমাজের মূল স্রোত ধারায় নিয়ে আসার চেষ্টা করছেন। কিন্তু কোটাকে ইস্যু করে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। নিজেদের রাজাকার রাজাকার বলে স্লোগান দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি ধিক্কার জানান ছাত্রলীগ নেতারা।
বিক্ষোভ মিছিল সমাবেশে জেলার ছয় উপজেলা ছাত্রলীগ ও বিভিন্ন কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন