
কাজী তানভীর, ফেনী সদর প্রতিনিধিঃ
সারাদেশের মতো ফেনীতেও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল তিনটায় একটি র্যালি শহরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে এবং পরে র্যালিটি বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একটি সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
সমাবেশে আগত সহস্রাধিক জনতার সামনে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা, ফেনী শহর শাখার সভাপতি ওমর ফারুক প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের নেতা-কর্মী। এতে কিছু সময়ের জন্য যানযট সৃষ্টি হলেও, তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। তবে একই সময়ে ফেনী জেলা যুবদল আনন্দ মিছিল করেছে।
প্রসঙ্গত, বুধবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোমেন মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ফেনীতে ৫ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেন। সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এঘটনায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেনী জেলা যুবদল আনন্দ মিছিল অনুষ্ঠিত করে।