মাহমুদুল হাসান, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার সাবেক মহকুমা শহর রামগড়ে ‘হৃদয়ে রামগড়’, ‘রামগড়ের মাটি’ সহ বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী ও আলেম-ওলামাদের বিরুদ্ধে অশ্লীল, ভূয়া ও মানহানিকর লেখা-লেখির দায়ে ৩ জনকে আসামী করে ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইনের ২৪, ২৫, ২৬, ২৯ ও ৩৫ ধারায় বিভাগীয় সাইবার ট্রাইবুনাল, চট্টগ্রামে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী।
গতকাল সোমবার (৩ জুন) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে উপস্থিত থেকে মামলাটি দায়ের করেন রামগড় উপজেলা কোর্ট জামে মসজিদের ইমাম কাম মুয়াজ্জিন মোঃ আবদুস সামাদ।
মামলার আসামীরা হলেন চট্টগ্রাম জেলার ভুজপুর থানার আঁধার মানিক রাস্তার মাথা ফরেস্ট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও নোয়াখালী জেলার চাটখিল থানার নোয়াপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে ক্বারী ইব্রাহিম হুসাইন রহিমী (২২),
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার দক্ষিন লামকুপাড়া গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ মোজ্জাম্মেল (২১) এবং উপজেলার বলিপাড়া এলাকার মোঃ নোমান (২০)।
চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিবের আদালত বাদীপক্ষের অভিযোগ শুনে মামলাটি আমলে নিয়ে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)কে মামলাটি তদন্তের নির্দেশ দেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে ‘হৃদয়ে রামগড়’, ‘রামগড়ের মাটি’ সহ কয়েকটি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে রামগড়ের কয়েকজন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী, উপজেলার কয়েকজন আলেম-ওলামাকে নিয়ে একটি চক্র ফেসবুকে বিভিন্ন মানহানীকর ও মিথ্যা অপপ্রচার করে আসছিলো। এরই প্রেক্ষিতে ভুক্তভোগী আলেম-ওলামারা বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে অপপ্রচারকারীদের মূল হোতা ‘রামগড়ের মাটি’ ফেসবুক আইডি ব্যবহারকারী ক্বারী ইব্রাহিম হুসাইন রহিমী নামে এক ব্যক্তিকে সনাক্ত করতে সক্ষম হন। পরবর্তীতে তাকেসহ তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন মোঃ আবদুস সামাদ।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বেশ কয়েকমাস ধরে অব্যাহত অপপ্রচারের এক পর্যায়ে ১ নং বিবাদী ক্বারী ইব্রাহিম হুসাইন রহিমীর প্রতি বাদীর সন্দেহ হওয়ায় ভুক্তভোগী ৪/৫ জন আলেম ওলামা সহ গত ২৬/০৫/২০২৪ খ্রিস্টাব্দে সৌজন্য স্বাক্ষাত ও তাকে জিজ্ঞাসাবাদ করার উদ্দেশ্যে তার কর্মস্থলে যান। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বিবাদী ‘রামগড়ের মাটি’ নামক ফেইসবুক আইডিকে ভুক্তভোগীদের বিরুদ্ধে তথ্য দিয়েছেন বলে স্বীকার করেন। তার স্বীকারোক্তি যাচাইয়ের জন্য উপস্থিত সকলে তার মোবাইল দেখতে চাইলে সে তার অফিসিয়াল ফেসবুক সফটওয়্যার ব্যতীত অন্যকিছু না দেখার শর্তে স্বেচ্ছায় মোবাইলের লক খুলে দেন। উপস্থিত সকলের সামনে তার মোবাইল যাচাই করে অফিসিয়াল ফেসবুক সফটওয়্যারে কোনো তথ্য না পেয়ে ফেসবুক লাইট সফটওয়্যারে ক্লিক করলে তাতে ‘রামগড়ের মাটি’ ফেইসবুক আইডি লগইন করা আছে মর্মে দেখা যায়।
পরবর্তীতে উপস্থিত ভুক্তভোগীরা বিবাদীকে উক্ত ফেক আইডি থেকে লাইভে এসে সবার নিকট ক্ষমা চাইতে চলে। এরপর গত ১ সপ্তাহেও বিবাদী উক্ত বিষয় নিয়ে কোন প্রকার অনুতপ্ত বা ক্ষমা না চাওয়ায় বিষয়টি নিয়ে সাইবার নিরাপত্তা আইনে মামলা করতে বাধ্য হন ভুক্তভোগীরা।
এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী ও রামগড় উপজেলা কোর্ট জামে মসজিদের ইমাম কাম মুয়াজ্জিন মোঃ আবদুস সামাদ জানান, ‘দীর্ঘদিন যাবত ফেক আইডির বানোয়াট ও মানহানিকর লেখালেখিতে অতিষ্ঠ হয়ে গিয়েছি।
বিভিন্ন কৌশল অবলম্বন করে ‘রামগড়ের মাটি’ আইডিটি ইব্রাহিম হুসাইন রহিমী ব্যবহার করছেন বলে নিশ্চিত হই এবং তাকে হাতেনাতে ধরি। এ ব্যাপারে রামগড় থানায় মামলা দায়ের করতে গেলে সেখান থেকে আমাকে সাইবার ট্রাইবুনালে যাওয়ার পরামর্শ দেয়। আমি চাই রামগড়ের সব ফেক আইডি বন্ধ হোক এবং ফেইক আইডি ব্যবহার করে অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’