মোঃ আমিরুল ইসলাম হিরা ঃ
ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার ৫ নং দেওখলা ইউনিয়নের ভেকি বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্দ্যোগে বাজার খালটির পূনঃখনন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এই ভেকি বিল খালখনন প্রকল্পটি সম্পন্ন হবার ফলে ৫শ একর আবাদী জমির প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে এবং ২৫০ একর কৃষিজীবী মানুষ সাবলম্বী হয়েছে।
এছাড়া এই প্রকল্পের কাজটি সম্পন্নের ফলে স্থানীয় এলাকার সংশ্লিষ্ট কুষিজীবী মানুষজন সুবিধা পেয়েছেন। যেমন আপদী কৃষি শাকসবজী এবং ধানের ফসল উন্নয়নের ছোঁয়া পেয়েছে। জানাগেছে খাল খনন প্রকল্পে ব্যয় বরাদ্দ ধরা হয়েছিল ৫৬ লক্ষ টাকা। কাজ সম্পন্ন হবার পর ৯৬ শতাংশ বিল পরিশোধ হয়েছে। এই খাল খনন প্রকল্পের সার্বিক বিবরণ ছিল তলা ২৪ ফুট, চান্দিনা ৬০ ফুট, কার্নিস ৪০ ফুট এবং দৈর্ঘ্য ছিল ২ কিলোমিটার ৫শ ফুট।
ভেকিবিলের তলা থেকে জাঙ্গালিয়া হয়ে কালিবাজাইল হাছেন আলী বাড়ির পূর্ব পাশে ব্রিজ এর ঘাট পর্যন্ত ২ কিলো ৫ মিটার কাজ সম্পন্ন হলেও বাকী রয়েছে সাড়ে ৭ কিলোমিটার। এই কাজে মহিলা শ্রমিক সংখ্যা ছিলো ২৫ জন এবং পুরুষ শ্রমিক ছিলো ৬০ জন।
উল্লেখ্য, ভেকি বিল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আসাদুল্লাহ আসাদ সম্পাদক মোফাজুল হোসেন মুক্তার সহ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের সৎ উদ্যোগে এই খাল খনন প্রকল্পটির অধিকাংশ কাজই টেকসই ভাবে সম্পন্ন হয়েছে বলে স্থানীয় জনসাধারণ উল্লেখ করেন।