ময়মনসিংহ থেকে নিজস্ব প্রতিবেদকঃমোঃআমিরুল ইসলাম হিরাঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পৌর সদরে দুধ মহলে পরীক্ষা করছেন স্যানেটারি ইন্সপেক্টর।
জানাযায়,বুধবার(১৫ নভেম্বর)সকালে সদরের দুধ মহলে অভিযান করেন।অভিযানে সবার দুধ ভালো পেয়েছেন।শুধু একজন নাবালক ছেলের দুধে পানি মিশানো পরীক্ষায় দরা পড়ে।সেই টি ফেলে ছেলেটা কোন জরিমানা না করে বিদায় করে দেয় ইন্সপেক্টর।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর রুহল আমিন,সহকারী স্যানেটারি ইন্সপেক্টর মোঃলেলিমুজ্জামান লেলিন প্রমুখ উপস্থিত ছিলেন।
হীরা
ফুলবাড়িয়া