
ফুলবাড়িয়ার সাবেক এমপির কবর জিয়ারত করেন কেন্দ্রীয় যুবদল নেতা করিম সরকার
ময়মনসিংহ থেকে নিজস্ব সংবাদ দাতাঃ মোঃ আমিরুল ইসলাম হীরাঃ ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া উপজেলা
যে প্রাণ জীবনের শেষ মুহূর্তটি পর্যন্ত এলাকার উন্নয়নে শিক্ষা বিস্তারে উৎসর্গ করেগেছেন তার প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা, সে হলো মরহুম প্রকৌশলী শামস উদ্দিন এমপি।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কৃতি সন্তান মরহুম শাহাবুদ্দিন মৌলভীর সুযোগ্য পুত্র মরহুম সাবেক এমপি প্রকৌ: শামস উদ্দিন আহমদের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে কবর জিয়ারত করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য আব্দুল করিম সরকার বুধবার (১০মে) দুপুরে কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত ও মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আব্দুল লতিফ চৌধুরী,সাইদুর রহমান সাইদ মাস্টার, আছিম বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান হিমেল, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি কামরুজ্জামান রিপন, আছিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ডা: নাজমুল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আলামিন, যুবদলের নাজমুল হুদা, বিএনপির নেতা তোতা খলিফা, তারা মিয়া, শ্রমিক নেতা আবুল হাসেম প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ ইউসুফ আলী।
আব্দুল করিম সরকার বলেন,প্রকৌশলী শামছ উদ্দিন সাহেব যেভাবে দলকে সুসংগঠিত করেছিল আমরা সেভাবে ফুলবাড়িয়া উপজেলা বিএনপিকে সাজাবো। বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করেন। আগামী দিনের রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের ডাকে আমরা ঐক্যবদ্ধ।
আমিরুল ইসলাম হীরা
ময়মনসিংহ।