
মোঃ আলমগীর হোসাইন,
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কোনাবাড়ীতে ফুটপাত দখল করে বসানো অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে কোনাবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে কোনাবাড়ী বাজার ও ফ্লাইওভারের নিচে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল-আমিন এর নির্দেশনায় কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এর নেতৃত্বে অন্যান্য পুলিশ সদস্যরা নিয়ে অভিযান পরিচালনা হয়।
উচ্ছেদ অভিযান শেষে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, “ঈদকে সামনে রেখে যারা কোনাবাড়ি এলাকায় ফুটপাত ও ফ্লাইওভারের নিচে অবৈধভাবে দোকান বসাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”