ফরিদপুর প্রতিনিধি
পরিবেশ রক্ষায় যার যার জায়গা থেকে নিজে সচেতন হতে হবে অন্যথায় শুধু নিয়ম দিয়ে পরিবেশ রক্ষা বা পরিষ্কার শহর তৈরি করা যাবে না।
How to make your city clean শিরোনামে ভলান্টিয়ার প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন
পরিবেশ অধিদপ্তর ফরিদপুর এর উপপরিচালক মোঃ সাঈদ আনেয়ার।
তিনি আরো বলেন, যদিও আমরা নিয়মিত দাপ্তরিক কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকি এর পরেও এই ধরনের উদ্যোগ পরিবেশ অধিদপ্তর সমর্থন করে এবং তিনি বিধি মোতাবেক সব ধরনের সহোযোগিতা করতে আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত Q.Leap Institute of Training and Research প্রতিষ্ঠানটির তৈরি প্রশিক্ষণ ম্যানুয়াল ও পরিচালনায় How to make your city clean শিরোনামে ভলান্টিয়ার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুর এর সিনিয়র কেমিস্ট মোঃ আরিফুল ইসলাম।
তিনি প্রশিক্ষণার্থীদের আবর্জনার বিবরণ ও এর ফলে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বিশদ আলোচনা করেন।
এ অনুষ্ঠানে তথ্যচিত্র উপস্থাপন করেন মোহাম্মদ আনিচুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), ফরিদপুর জেলা সংবাদদাতা
যেখানে তিনি শহরের বিভিন্ন স্থানের আবর্জনার তথ্যচিত্র ও প্লাস্টিকের অপব্যবহারের তথ্য তুলে ধরেন।
এখানে উল্লেখ্য যে Q.Leap Institute of Training and Research
উক্ত ভলান্টিয়ার প্রশিক্ষণের আয়োজন করে Q.Leap consultancy firm প্রস্তাবিত ক্লিন সিটি প্রকল্প বাস্তবায়নে দক্ষ লোক তৈরির উদ্দেশ্যে। সার্টিফিকেট বিতরণের মাধ্যমে দিন ব্যাপী কর্মশালা সমাপ্তি ঘোষনা করেন প্রতিষ্ঠান প্রধান জোবায়ের হোসেন।