জেলা গোয়েন্দা শাখা (কোতয়ালী জোন), ফরিদপুর কর্তৃক ৩০/০১/২০২৪ তারিখ অভিযানে ৩৯৫ (তিনশত পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মাননীয় পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের দিক নির্দেশনায় ও অফিসার-ইনচার্জ, (কোতয়ালী জোন), ডিবি, ফরিদপুর এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম সদরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং- ৩০/০১/২০২৪ খ্রিঃ ১৯.৫০ ঘটিকার সময় সদরপুর থানাধীন চরবিষ্ণপুর ইউনিয়নের চরবিষ্ণুপুর বড় বাড়ি সাকিনস্থ জনৈক নাসির চৌধুরীর বাড়ির সামনে ফাঁকা জায়গা হতে আসামী ১। জনি মিয়া (৩০) পিতা- মৃত তৈয়ব মিয়া ২। মোঃ গফফার হোসেন (৩২) পিতা- রতন মিয়া, ৩। ইমরান মিয়া ফরমান (৩৫) পিতা-মৃত আব্দুল কাদের মিয়া, সর্ব সাং- চরবিষ্ণুপুর বড় বাড়ি থানা- সদরপুর জেলা- ফরিদপুরদেরকে সর্বমোট ৩৯৫ (তিনশত পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট সহ ধৃত করেন। উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে