ফরিদপুর সদর উপজেলা প্রতিনিধি এস এম শাহজাহান কবির জুয়েল জাতীয় দৈনিক সরেজমিন বার্তা । ফরিদপুর সালথায় দেশি-বিদেশি ব্রান্ডের ১৭ বোতল মদ ও তিন বস্তা মদের খালি বোতল সহ রুবিয়া (৩১) নামের এক নারীকে আটক করেছে পুলিশ মঙ্গলবার ২৮ শে অক্টোবর বিকাল সাড়ে চারটায় দিকের সালতা থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলা কামাইদিয়া এলাকা থেকে মদ সহ তাকে আটক করে রুবিয়া স্থানীয় মোঃ নুর উদ্দিন মোল্লার মেয়ে সালতা থানার ভারপ্রাপ্ত (ওসি) মোঃ শেখ সাদীক জাতীয় দৈনিক সরেজমিন বাতা্কে বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বল্লবদি ইউনিয়নের কামাইদিয়া গ্রামের মোহাম্মদ নুর উদ্দিন মোল্লার বাড়ি থেকে মদ ও মদের খালি বোতল উদ্ধার করা হয় এ সময় এক মেয়েকে আটক করা হয় ওসি আরো বলেন ওই নারী ও তার স্বামী বাবার বাড়ি থেকে গোপনে মাদক কেনাবেচা করে আসছিলেন এ বিষয়ে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন