শাহাদাত হোসেন : বৃহস্পতিবার রাতে ফয়’সলেক এলাকার সর্বস্তরের জনসাধারণ এর পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ জানিয়ে ঝাড়ু মিছিল করে। এ সময় এলাকাবাসী পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদু্লাহ আল মামুন, লাকী আক্তার, রুকসানা সেলিম সহ আরো অনেকে। বক্তারা এ সময় বলেন, খুলশী ক্লাব নামের এ প্রতিষ্ঠানটিতে জুয়া ও ক্যাসিনো চালানোর ফলে ওই এলাকায় একটি অসামাজিক পরিবেশ তৈরি হয়েছে দীর্ঘ দিন ধরে। খুলশী ক্লাবকে সামাজিক কাজে ব্যবহৃত না করে একটি মহল দীর্ঘ দিন ধরে ক্লাবে জুয়া ও ক্যাসিনোর ব্যবসা চালিয়ে আসছে। অনিতবিলম্বে, পর্যটন খ্যাত এই এলাকা থেকে এ ধরনের ক্লাবের নামে অনৈতিক কাজ বন্ধের দাবি জানান তারা । পরে এলাকাবাসী এর প্রতিবাদে ঝাড়ু মিছিল করে ফয়েজ লেক এলাকায়।
ADVERTISEMENT