
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার গাজির দীঘি এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব–৭।
শনিবার (১৭ জুন) বিকেলে এই তথ্য জানান র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার।
গ্রেফতারকৃতরা হলেন– খাগড়াছড়ির লক্ষীছড়ি এলাকার রান্যামা ছড়া এলাকার সুশীল চাকমার ছেলে অভি চাকমা বিজয় (১৯) এবং মেম্বারপাড়ার সাধন রঞ্জন চাকমার ছেলে কৃতি বিকাশ চাকমা (২৪)।
মো.নুরুল আবছার জানান, গাজির দীঘি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অভি চাকমা বিজয় ও কৃতি বিকাশ চাকমাকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কোমরের পিছনে প্যান্টের ভেতর রাখা একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরাউদ্ধারকৃত অস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল।
এছাড়াও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট মাদকদ্রব্য ক্রয়–বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিতকল্পে জব্দকৃত অস্ত্র ব্যবহার করতো বলে তারা জানায়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।