
দিদারুল আলম– চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ‘আশা‘ এনজিও সংস্থার কাটিরহাট শাখার উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদেরশিক্ষা দানের লক্ষ্যে শিক্ষা প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৬ অক্টোবর ) ‘আশা‘ এনজিও সংস্থা কাটিরহাট শাখার প্রথম প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারীকাটিরহাট সরকারী প্রাইমারী স্কুলের প্রধান প্রশিক্ষক মো.সাহাব উদ্দীন, সহযোগী হিসেবে ছিলেন উক্ত এনজিও সংস্থার ম্যানেজার মো. কামাল উদ্দিন, শিক্ষা সুপারভাইজার মো.শাহাদাত হোসেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মো.আলমগীর।তিনি বলেন, এই ত্রৈমাসিক প্রশিক্ষণ সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষাদানেসুফল বয়ে আনবে।
তাই এসব শিক্ষাদান কর্মসূচি বেশি বেশি চালু রাখা প্রয়োজন, দেশের শিক্ষার হার বাড়াতে এসব কর্মসূচি বিরাট ভুমিকা রাখবে, এবংদেশের শিক্ষার উন্নয়ন হবে। তিনি এই কর্মসূচী চালুর জন্য আশা এনজিও সংস্থাকে সাধুবাদ জানান।
উল্লেখ্য যে, ২৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এই প্রশিক্ষন চলবে।