
ইউসুফ আলী
নাটোর প্রতিনিধি:
অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে উদ্দ্যেশে করে বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আপনি সম্মানিত ব্যক্তি, আপনাকে ফখরুদ্দিনের মতো অসম্মান করে বিদায় দিতে চাই না, আপনি নোবেল বিজয়ী আমরা আপনাকে সম্মানের সহিত বিদায় জানাতে চাই। তাই সংস্কারের নাম করে অহেতুক সময় নস্ট না করে জাতীয় নির্বাচন দিয়ে সম্মানের সহিত বিদায় নিন। যদি সংসদ না থাকে এই সংস্কারের বৈধতা কে দিবে, আমরা স্পস্ট করে বলে দিয়েছি, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দিন, পরবর্তীতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সকল সংস্কার নিশ্চিত করবো।
আজ সোমবার বিকেলে নাটোর জেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় ভবানীগঞ্জ এলাকায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কোন কোন রাজনৈতিক দল, ভয় পেয়ে আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবী তুলেছে। কিন্তু স্থানীয় নির্বাচনের জন্য বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীরা জীবন দেয়নি। তাই দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।
নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরি, ফারজানা শারমিন পুতুল সহ অণ্যান্যে নেতৃবৃন্দ।