মশিয়ার রহমান টিংকু/মহেশপুরঃ
সূ-দূর মালয়েশিয়া থেকে প্রেম ভালোবাসার টানে প্রবাসী বাংলাদেশী যুবক আকাশ মিয়ার সাথে ঝিনাইদহ মহেশপুরে এসেছে ফিলিপাইনের নাগরিক ২৮ বছর বয়সী জনালিন নামের এক তরুণী।
জানা গেছে, আকাশ মিয়া ঝিনাইদহ মহেশপুর উপজেলার ৪নং স্বরুপপুর ইউপির গকুলনগর গ্রামের আলমগীর মিয়ার ছেলে।
প্রবাসী আকাশ মিয়া জানায়, সে বছর ছয় পূর্বে সংসারের আর্থিক চাহিদা পুরনের আশায় বুকভরা স্বপ্ন নিয়ে সূদূর মালয়েশিয়া পাড়ি জমায়।মালয়েশিয়ার মাইনিউ ডটকম কোম্পানীতে কাজ করাকালীন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি বেসরকারী প্রাইভেট ক্লিনিকের সেবিকা হিসাবে কর্মরত খ্রিষ্টান ধর্মাবলম্বী ফিলিপাইন তরুনী জনালিন এর সাথে পরিচয় হয় তার।পরিচয় থেকে ভালোবাসায় রুপ নেয় তাদের দুজনার।
একসময় সেখানে দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা।বিবাহর তিনবছর পর বিদেশী স্ত্রী’কে সাথে নিয়ে গত ১০ ই মে শুক্রবার গকুলনগর গ্রামের নীজ বাড়ীতে এসে হাজির হয় আকাশ।
স্বরুপপুর ইউপি চেয়ারম্যান’সহ গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গের পরামর্শে দেশের আইন ও সামাজিক দায়বদ্ধতা এড়াতে দুজন গত ১১ই মে ২০২৪ইং শনিবার পার্শবর্তী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাজি অফিসে হাজির হয়ে কাজীর মাধ্যমে বাংলাদেশের মুসলিম বিবাহ’র আইনঅনুযায়ী ফিলিপাইন খ্রিষ্টীয় তরুণীকে পঁচাত্তর হাজার টাকা কাবিনে বিবাহ করে আকাশ মিয়া।
ফিলিপাইন নাগরিক জনালিন জানায়, সে তার খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে জনালিন নাম পরিবর্তন করে বর্তমান ইশরাত জাহান নাম রেখে প্রবাসী বাংলাদেশী যুবক আকাশ মিয়ার সাথে আবদ্ধ হয় বিবাহ বন্ধনে।
একদিকে যেমন ভিনদেশীয় ফিলিপাইন নাগরিক পুত্রবধু পেয়ে সন্তুষ্টি প্রকাশ করছে আকাশ মিয়ার পরিবার অপরদিকে উৎসুক গ্রামবাসী বিদেশী নববধু’কে দেখতে ভীড় করছে তাদের বাড়ীতে। বিষয়টিকে ঘিরে এলাকায় বেশ চাঞ্চল্যকর পরিবেশ বিরাজ করছে।