কদমতলী থানা এলাকার পাকার মাথায় কবরস্থানের কাছ থেকে রসুলপুর পর্যন্ত অত্র এলাকায় প্রায়ই চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা গতকাল সাংবাদিক শাহা আলী জীবনের কাছ থেকে ৫০০০ টাকা ,একটি
স্বর্ণের আংটি ,মোবাইল ছিনতাই করেন নিয়ে যায়। পরে কদমতলী থানার পুলিশের সহায়তায় মোবাইলটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে তাৎক্ষণিক মামলা করার কথা বললে পুলিশ আহত সাংবাদিক শাহ আলী জীবনকে দ্রুত ঢাকা মেডিকেলে প্রেরণ করে চিকিৎসা শেষে মামলা করার কথা বলেন। খোঁজ নিয়ে জানা যায় অত্র এলাকার অটো রিক্সা চুরি ও ছিনতাইয়ের মূল হোতা হৃদয়ের নেতৃত্বে শামীম ১৮, রানা ১৮, শাহিন ২২, রাহাত ২২ অত্র এলাকা দিয়ে যাতায়াতকারী জনগণের কাছ থেকে প্রায় চুরি ছিনতাই , কর্মরত নারীদের ইভটিজিং এবং মাদক বিক্রয় করে এই চক্রটি। এলাকাবাসীর দাবি এই রাস্তাটি অত্যন্ত নীরব ও অন্ধকারাচ্ছন্ন থাকে দ্রুত কিছু লাইটের ব্যবস্থা করলে এবং পুলিশ টহল বৃদ্ধি করলে জনসাধারণ নিরাপদে চলাচল করতে পারবে।