চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্লাহকে ফোন করে এক প্রতারক পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ ওঠেছে।
জানা যায়, গত মঙ্গলবার ও বুধবার রাতে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে নিজেকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সহকারী ও ইউনুস সেন্টারের লোক পরিচয় দেন। এসময় তিনি বলেন, আপনার (ওসি) নাম ছাত্র আন্দোলনকারীরা তালিকায় দিয়েছে, আপনার বড় ক্ষতি হয়ে যাবে। এর জবাবে ভুক্তভোগী ওসি বলেন, ক্ষতি থেকে বাঁচতে কী করতে হবে? এরপর ওই প্রতারক বলেন, পঞ্চাশ লাখ টাকা দিলে ওই তালিকা থেকে আপনার নাম বাদ দিয়ে অন্য ওসির নাম দিয়ে দেব। গত বুধবার রাতে পুনরায় ফোন দিয়ে বলেন বিশ লাখ টাকা দিলেই সমাধান করা যাবে।
এ বিষয়ে ওসি কেপায়েত উল্লাহ বলেন, আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন বলেছেন।