বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে শাকিল খানের?

Logo
ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার, ৩০ ২০২৩, ১:১৮ অপরাহ্ণ

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়ক শাকিল খান। মনোনয়ন ফরমও সংগ্রহ করেছিলেন তিনি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এই নায়ক। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন শাকিল খান। সাক্ষাতের পর গণমাধ্যমে কথা বলেন তিনি। এ সময় শাকিল জানান, প্রধানমন্ত্রীর নির্দেশেই আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকছেন।

শাকিল খান বলেন, ‘নেত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার জন্য। এ কারণেই নির্বাচনে অংশ নিচ্ছি না। নির্বাচনে অংশ না নিলেও আমার আসনে আওয়ামী লীগের পক্ষে কাজ করব।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার বিষয়টি উল্লেখ করে শাকিল খান বলেন, ‘‘আমি নেত্রীর সঙ্গে দেখা করেছি। উনি (প্রধানমন্ত্রী) আমাকে বলেছেন, ‘শাকিল আমি তোমার বিষয়টি ভেবেছি। তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে।’’

এর আগে সোমবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শাকিল খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার ভাগনে শাহরিয়ার নাজিম।

বাগেরহাট-৩ আসন থেকে শাকিল খানসহ ১১ জন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে দল থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহারকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ADVERTISEMENT

সাজেদুল হক প্রান্ত, রিপোর্টারঃ নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, স্বাধীনতার পর একদলীয় বাকশাল কায়েমের কারণে …

মাসুম বিল্লাহ, নিউজ ডেস্কঃ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাহী সদস্য রুবিনা আক্তার গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল …

গত ৫ ই নভেম্বর ২০২৪ যুক্তরাষ্ট্রের ৬০ তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস …

মাইদুল হক মিকু: পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের উত্তর চরকাজল গ্যাস ফিল্ড ফুটবল টুর্ণামেন্ট সিজন ৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ …